কম্পিউটার সোর্স’র সম্পত্তি নিলামে, আইটি থেকে ভূমিতে
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড নিলামে তুলেছে কম্পিউটার সোর্স এর সম্পত্তি। প্রায় ৩০ কোটি টাকা পাওনা ইউনিয়ন ক্যাপিটাল।
সোর্স এর কাছে পাওনা ২৯ কোটি ৪৬ লাখ ৮৯ হাজার টাকা ঋণ আদায়ে ডাকা এই নিলামে বন্দক হিসেবে ছিলো গুলশানস্থ খিলখেতের ৮.২৫ ডেসিমাল করে ২টি ভিন্ন ভিন্ন প্লটের ডুপ্লেক্স বাড়ি।
গতকাল রবিবার ১টি জাতীয় দৈনিক পত্রিকায় এ নিয়ে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে ফিনান্সিয়াল প্রতিষ্ঠানটি।
কম্পিউটার সোর্সের পরিচালক শামসুল হুদা এক টেকপোর্টালকে জানান,
বিষয়টি আলোচনা চলছে। ইতোমধ্যে আমরা চিঠি দিয়েছি। ইউনিয়ন ক্যাপিটালের পক্ষ হতে জানানো হয়েছে এটা রিশিডিউল করা হবে।
জানা যায়, ২০১৫ এর শেষের দিক থেকে প্রতিষ্ঠানটি শির্ষ অবস্থান থেকে ছিটকে যেতে থাকে। এখন পর্যন্ত ৪৩টি আইটি পন্য আমদানি করে থাকে কম্পিউটার সোর্স।
একই খাতের ব্যবসায়ীদের মতে, কম্পিউটার সোর্স এই খাত থেকে ব্যবসা গুটাচ্ছে মেলাদিন। তারা এখন আইটি খাতকে বিয়োগ করে ভূমি সম্পত্তি ক্রয়ে বিনিয়োগ বাড়াচ্ছে। একই সময়ে অনেকেই ধাপে ধাপে প্রচুর কর্মচারি ছাটাই করে এবং অনেক শোরুম ও বন্ধ হয়ে যায়।
তথ্যসূত্রঃটেক্সহর