প্রযুক্তি আয়োজন

৩০ সেপ্টেম্বর বিআইএফ আইটি কনফারেন্স

বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিআইএফ আইটি কনফারেন্স”। তথ্য-প্রযুক্তির বিকাশের এই যুগে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে দিনে দিনে প্রয়োজন বেড়ে চলেছে দক্ষ জনবলের। বেসিস মিলানায়তনে এই লক্ষ্যকে সামনে রেখে বিকাশমান সেক্টরগুলি নিয়ে দিনব্যাপী আয়োজিত হতে যাচ্ছে এই করফারেন্স।

দিনব্যাপী এই কনফারেন্সে ৬ টি টেকনিক্যাল সেমিনারের আয়োজন করা হবে সকাল ৯.৩০ থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত। স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞ ব্যাক্তিবর্গ উক্ত সেমিনারগুলি পরিচালনা করবেন।

উক্ত কনফারেন্সে সন্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব সুবীর কিশোর চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি জনাব মুস্তফা জব্বার।

সবার জন্য উন্মুক্ত এই কনফারেন্সের সিট সংখ্যা সীমিত হওয়ার কারণে, আপনার আগ্রহ এবং পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনাকে চিন্তা করে প্রতিজনকে একটিমাত্র নির্দিস্ট সেমিনারেই রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আয়োজনে সহযোগিতায় আছে

  1. লিডস কর্পোরেশন লিমিটেড,
  2. রাইজ আপ ল্যাবস,
  3. ই-সফট,
  4. ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ ও
  5. অলিভিন আই টি লিমিটেতে এবং

ভ্যেনু পার্টনার-

  1. বেসিস।

আয়োজিত সেমিনারে

  1. Web Development with Laravel ,
  2. Digital Marketing,
  3. Professional ASP.Net MVC,
  4. Augmented Reality/ Virtual Reality ( AR/ VR ),
  5. Robotics এবং
  6. Internet of things (IoT)

নিয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম আয়োজিত এই কনফারেন্সে অংশগ্রহণের জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন-http://bif.org.bd/itconference এই লিঙ্কে. ( সিট লিমিটেড)

রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ সেপ্টেম্বর ১০, ২০১৭

এক কথায় অনুষ্ঠান পরিচিতিঃ

  • অনুষ্ঠানের নামঃ          বিআইএফ আইটি কনফারেন্স
  • তারিখঃ                   সেপ্টেম্বর ৩০, ২০১৭
  • অনুষ্ঠান সময়ঃ           সকাল ৯.৩০- সন্ধ্যা ৭.৩০
  • স্থানঃ                বেসিস মিলানায়তন  (বিডিবিএল ভবন, ৫ম ফ্লোর-পশ্চিমে, কাওরান বাজার, ঢাকা।)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।