স্মার্টফোন ‘র গুরুত্বপূর্ণ কোডসমূহ
সমগ্র বিশ্ব জুড়ে এখন শুধুই স্মার্টফোন এর বিপ্লব চলছে। সাধের এই ফোন টি যদি কখনো হারিয়ে যায়,পুলিশ কে এই ফোন টি উদ্ধার করতে মোবাইল এ থাকা বেশ কিছু কোড জানা লাগবে। তাহলে আজকে জানা যাক স্মার্ট ফোন এর কিছু গুরুত্বপূর্ণ কোড………।
- ০১। IMEI নম্বর :- *#06#
- ০২। ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য জানতে :- *#*#4636#*#*
- ০৩। ফ্যাক্টরি রিসেট কোড :- *2767*3855# (ফোনের সব তথ্য ডিলেট হয়ে যাবে)
- ০৪। FTA সফটওয়্যার ভার্সন :- *#*#1111#*#*
- ০৫। সার্ভিস টেস্ট মোড:- *#*#197328640#*#*
- ০৬। ফাইল কপি স্ক্রিন, সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করার জন্য :- *#*#273283*255*663282*#*#*
- ০৭। সার্ভিস মোড কোড, বিভিন্ন টেস্ট ও সেটিং পরিবর্তনের জন্য :- *#*#197328640#*#*
- ০৮। G Talk সার্ভিস মনিটর কোড :- *#*#8255#*#*
- ০৯। ফোন লক স্ট্যাটাস :- *#7465625#
- ১০। ফ্যাক্টরি রিস্টোর সেটিং, গুগলঅ্যাকাউন্টসহ সব সিস্টেম ডাটা ডিলেট করার জন্য :- *#*#7780#*#*
- ১১। ক্যামেরা ইনফরমেশন :- *#*#34971539#*#*
- ১২। ইউএসবি লগইন কন্ট্রোল :- *#872564#
- ১৩। ডায়াগনস্টিক কনফিগারেশন :- *#9090#
- ১৪। সিস্টেম ডাম্প মোড :- *#9900#
- ১৫। টাচস্ক্রিন টেস্ট কোড :- *#*#2664#*#*
- ১৬। সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফরমেশন :- *#12580*369 #
- ১৭। ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড :- *#*#0842#*#*
- ১৮। ওয়্যারলেস লেন টেস্ট কোড :- *#*#232339#*#*
- ১৯। PDA এবং firmware ভার্সন :- *#*#1234#*#*
- ২০। জিপিএস টেস্ট :- *#*#1472365#*#*
- ২১। Bluetooth টেস্ট কোড :- *#*#232331#*#*
- ২২। প্রক্সিমিটি সেন্সর টেস্ট :- *#*#0588#*#*
- ২৩। এলসিডি টেস্ট :- *#*#0*#*#*
আজ এই পর্যন্তই। ভালো থাকবেন,টেকমাস্টার এর সাথেই থাকবেন।আল্লাহ হাফেজ……।