স্যামসাং নোট ৯ ভাঁজ করা যাবে
সমগ্র বিশ্বে যখন অ্যাপল এর আইফোন এক্স/টেন নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে,ঠিক তখনি দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি নিয়ে এলো এক নতুন ঘোষণা।
স্যামসাংয়ের মোবাইল ব্যবসা বিভাগের প্রধান “ডংজিন কোহ” বলেছেন, গ্যালাক্সি নোট সিরিজে চমক দেবে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি নোট ৯ হবে বিশ্বের প্রথম ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এক সম্মেলনে গণমাধ্যম গুলোকে কোহ বলেন,
“স্যামসাং আশা করছে আগামী বছর ফ্ল্যাগশিপ গ্যালাক্সি নোট লাইনে নমনীয় স্মার্টফোন আনা সম্ভব হবে। এ প্রযুক্তির স্মার্টফোন বাজারে ছাড়তে এখনো বেশ কিছু বাধা পেরোতে হবে। এসব সমস্যার সমধান না হলে অবশ্য ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন বাজারে আসা পেছাতে পারে। তবে স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান হিসেবে বলতে পারি, আমাদের লক্ষ্য পরের বছর। ওই বছর আসবে নমনীয় স্মার্টফোন।”
গত চার বছর ধরে ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন নিয়ে পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।২০১৩ সালে ‘ইয়োম’ নামে নমনীয় ডিসপ্লের প্রটোটাইপ দেখিয়েছিল প্রতিষ্ঠানটি।
তথ্য সূত্রঃ- businessinsider