সর্বশেষ টেক নিউজসোশ্যাল মিডিয়া

হোয়াটসঅ্যাপ’র চমক লাগানো আনসেন্ড ফিচার

হোয়াটসঅ্যাপ'র চমক লাগানো আনসেন্ড ফিচার 2কেমন হবে?
যদি কাউকে বার্তা পাঠিয়ে তা আবার ফিরিয়ে নিতে চান…।।
হ্যাঁ…এমন সুবর্ণ সুযোগই নিয়ে আসতেছে বিশ্বে ৫২টি ভাষায় ১০০ কোটির বেশি যোগাযোগ মাধ্যম “হোয়াটসঅ্যাপ”।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার সত্যিই আসতে চলেছে অত্যাধুনিক এবং যুগোপযোগী ‘আনসেন্ড’ ফিচার। হোয়াটসঅ্যাপের এই ফিচার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ। এখন শুধু বাজারে আসার সময়ের অপেক্ষা বলে জানা যাচ্ছে।

দ্য ইন্ডিপেনডেন্ট সূত্রে খবর, টেক্সট, ভিডিও, জিআইএফ, ডকুমেন্ট, উদ্ধৃত বার্তা এমনকি স্টেটাস ফিডব্যাক পর্যন্তও পোস্ট করেও তুলে নেওয়া যাবে হোয়াটসঅ্যাপে। অনেক সময়ই অনিচ্ছাকৃতভাবে কোনও টেক্সট অন্য যেকোনও হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে ফেলি, এবার আর চিন্তা নেই। ‘আনসেন্ড’ ফিচার ব্যবহার করে ফিরিয়ে নিতে পারেন। যদি মেসেজ পড়ে (রিড) ফেলে, তাহলে  মেসেজ প্রেরক তা ৫ মিনিটের মধ্যে ফিরিয়ে নিতে পারবেন। যদি রিড টাইম ৫ মিনিটের বেশি হয়, তাহলে তার হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকে আর মোছা যাবে না বলে জানা যাচ্ছে। অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ব্যবহার করতে পারবেন, বলে জানাচ্ছে ওয়াবেটাইনফো ওয়েবসাইট। 

বিশেষজ্ঞদের মত, এই ফিচার আসলে প্রতিটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আরও বেশি ব্যক্তি স্বাধীনতা উপভোগ করার সুযোগ করে দিল।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।