হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও ভেরিফাইড হবে
“হোয়াটসঅ্যাপ” বর্তমান সময়ের খুবই পরিচিত একটি যোগাযোগ মাধ্যম। সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানান খুব শিগগির তারা বিজনেস অ্যাকাউন্ট গুলো ভেরিফাইড করবে। প্রতিষ্ঠানের এক ব্লগ পোস্টে জানানো হয়, হোয়াটসঅ্যাপ ভেরিফাইড অ্যাকাউন্টগুলোর সামনে একটা সবুজ টিক চিহ্ন থাকবে। এটা ফেসবুক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের মতোই দেখাবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিছু সংখ্যক বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাইড করতে যাচ্ছে তারা। তাই আপনি যদি আপনার নামের সামনে কোন সবুজ ব্যাজ দেখে পান তবে বুজতে হবে অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে। এবং হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে যে অ্যাকাউন্ট ফোন নম্বরটি অবশ্যই একটি ব্যবসায়িক অ্যাকাউন্টের অন্তর্গত হতে হবে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এই ভেরিফাইড প্রোগ্রামটি একটি সীমিত উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে। ভেরিফাইড বিজনেস অ্যাকাউন্ট তাদের চ্যাটিং মুছে ফেলার সুবিধা পাবে না।