৫.২ ইঞ্চির আসুস জেনফোন ভি
তাইওয়ানের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান আসুস বাজারে নিয়ে এসেছে জেনফোন সিরিজের নতুন একটি ফোন। এর মডেল হলো জেনফোন ভি।
নতুন এই ফোনটিতে থাকছে ৫.২ ইঞ্চি অ্যামলয়েড ডিসপ্লে। এর রেজুলেশন ১৯২০×১০৮০ পিক্সেল। এতে ব্যবহার করা হয়েছে ৪ জিবি র্যাম। এর ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি। যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এতে কোয়ালকম কোয়াডকোর স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ছবি তোলার জন্য পেছনে ব্যবহার করা হয়েছে ২৩ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ব্যবহারকারীর সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি অ্যান্ড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত।
এতে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ফ্রাস্ট চার্জিং সুবিধা। এরফলে ০ থেকে ৬০% চার্জ হতে মাত্র ৪০ মিনিট লাগবে।
ফোনটির মূল্য হতে পারে ৩১ হাজার টাকা।