টিউটোরিয়াল

ওয়ার্ডপ্রেস.কম Imgur.com এ ছবি আপলোড ও কমেন্টে ছবি দেয়া

বিসমিল্লাহির রহমানির রহিম

সবাই কেমন আছেন? আশা করি ভাল। ওয়ার্ডপ্রেস.কম বা ওয়ার্ডপ্রেস সাইট গুলোতে কমেন্টে পিকচার পোষ্ট করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। তাই আজ ওয়ার্ডপ্রেস.কম (WordPress.com) এ কমেন্টে কিভাবে পিকচার দেয়া যায় তা নিয়ে লিখব। এটি ওয়ার্ডপ্রেস চালিত ব্লগ গুলোতেও কাজ করবে। চলুন তাহলে পোষ্ট শুরু করা যাক।

ওয়ার্ডপ্রেস.কম Imgur.com এ ছবি আপলোড ও কমেন্টে ছবি দেয়া 2

পিকচার কমেন্ট দেয়ার আগে আপনাকে ইমেজ কোন হোস্টিং সাইটে আপলোড করতে হবে। আমরা আজকের পোষ্টের জন্য ইমেজ হোস্টিং সাইট হিসেবে imgur.com ব্যবহার করব। এটি একটি ফ্রি ইমেজ হোস্টিং সাইট। তাহলে চলুন প্রথমে দেখা যাক এ সাইটে কিভাবে ইমেজ হোস্টিং / আপলোড করতে হয়।

এবার, imgur.com সাইট এ গিয়ে –

  • কম্পিউটার থেকে পিকচার আপলোড করতে Computer লেখাতে ক্লিক করে পিকচার সিলেক্ট করে দিন।
  • ইন্টারনেটের অন্য কোন ঠিকানা থেকে পিকচার আপলোড করতে Web লেখাতে ক্লিক করে পিকচারের লিঙ্ক দিন।
  • আপনি কম্পিউটার থেকে কোন পিকচার ড্র্যাগ-ড্রপ (Drag-N-Drop) করে এই পেজে দিয়েও পিকচার সিলেক্টের কাজটি করে দিতে পারবেন।
  • আপনি চাইলে কম্পিউটারে কোন ছবি কপি করে এই পেজে থাকা অবস্থায় Ctrl + V চাপ দিয়েও পিকচার সিলেক্টের কাজটি করে দিতে পারবেন।

ওয়ার্ডপ্রেস.কম Imgur.com এ ছবি আপলোড ও কমেন্টে ছবি দেয়া 3

পিকচার সিলেক্ট করা হলে নিচের মত একটি বক্স দেখা যাবে। সেখান থেকে Start Upload এ ক্লিক করে পিকচার আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকুন।

ওয়ার্ডপ্রেস.কম Imgur.com এ ছবি আপলোড ও কমেন্টে ছবি দেয়া 4

ওয়ার্ডপ্রেস.কম Imgur.com এ ছবি আপলোড ও কমেন্টে ছবি দেয়া 5
পিকচার আপলোড হচ্ছে…

পিকচার আপলোড হয়ে গেলে নিচের মত একটি পেজ দেখতে পাবেন। পেজের বাম পাশে আপলোড করা পিকচারের ছবি এবং ডান পাশে পিকচারের জন্য বিভিন্ন লিঙ্ক দেয়া আছে। ডান পাশ থেকে লিঙ্ক গুলোর মধ্যে Direct Link (email & IM) লেখার নিচের বক্সের লিঙ্কটি আমাদের কাজের জন্য লাগবে। লিঙ্কটি কপি করে রাখুন।

দ্রষ্টব্যঃ আপনি পিকচারটি imgur.com থেকে মুছে ফেলতে চাইলে Deletion Link লেখার নিচের বক্সের লিঙ্কটিতে গিয়ে মুছে ফেলতে পারবেন।

ওয়ার্ডপ্রেস.কম Imgur.com এ ছবি আপলোড ও কমেন্টে ছবি দেয়া 6

এবার ওয়ার্ডপ্রেস.কম এর বা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো যে কোন ব্লগের কমেন্ট বক্সে গিয়ে নিচের কোডটির মত করে পিকচার দিতে পারবেনঃ

<img src="Picture Link" title="Picture Title" />

এখানে, Picture Link এ পিকচারের লিঙ্ক এবং Picture Title এ পিকচারের টাইটেল দিতে হবে।

উদাহরনঃ

<img src="http://i.imgur.com/trDcC.jpg" title="Ball – Made by pencil" />

ওয়ার্ডপ্রেস.কম Imgur.com এ ছবি আপলোড ও কমেন্টে ছবি দেয়া 7

প্রিভিউঃ

ওয়ার্ডপ্রেস.কম Imgur.com এ ছবি আপলোড ও কমেন্টে ছবি দেয়া 8

দ্রষ্টব্যঃ Picture Link এ পিকচারের ডিরেক্ট লিঙ্কটি দিতে হবে, পিকচারের পেজের লিঙ্ক নয়!

আশা করি বুঝতে কোন সমস্যা হয়নি। তারপরও কোন প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন।
আজ এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ…

পূর্বপ্রকাশিতঃ আমার ব্লগে

সোহাগ

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস, শিখছি দিবারাত্র... আমি টেকমাস্টার ব্লগের কোর মেম্বারদের একজন; আমরা কাজ করে যাচ্ছি বাংলায় তথ্য-প্রযুক্তি বিষয়ক ব্লগিংকে আরো এক ধাপ এগিয়ে নিতে। আশা করি আপনাদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবো আরো অনেক দুর...

2 thoughts on “ওয়ার্ডপ্রেস.কম Imgur.com এ ছবি আপলোড ও কমেন্টে ছবি দেয়া

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।