ফেসবুক’র নতুন ফিচারঃ স্নুজ আপডেট
ক্রমাগত একটি প্রোফাইল থেকে আপডেটস আসছে?
বিরক্ত অনুভব করছেন এই সমস্যায়…?
আর সমস্যা নেই… ফেসবুক নিয়ে এলো নতুন সুবিধা।
ফেসবুকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে একটি নতুন ফিচার্স। যেখানে আপনি ‘স্নুজ’ করে রাখতে পারবেন কোনো প্রোফাইল বা পেজকে।
২৪ ঘণ্টা, এক সপ্তাহ বা এক মাসের জন্য আপনি ওই প্রোফাইল বা পেজটিকে ‘মিউট’ বা ‘ঘুম পাড়িয়ে’ দিতে পারবেন। এর ফলে ওই প্রোফাইল বা পেজটি থেকে কোনো আপডেটস আর আপনার নিউজ ফিডে আসবে না।
কোথায় পাবেন ‘স্নুজ’ অপশনটি..?
কোনো প্রোফাইল বা পেজের নামের ডানদিকে আনুভূমিক তিনটি ডট (…) থাকে। এই ডটের উপর ক্লিক করলেই একটি ড্রপ ডাউন মেনু খুলে যাবে। সেখানে আপনি নির্দিষ্ট অপশনটি পেয়ে যাবেন।
তো হয়ে যাক বিরক্তকর পেজ গুলো স্নুজ করা………
তথ্য সূত্রঃ- THE VERGE