চাবিহীন গাড়ী নিয়ন্ত্রণ
গাড়ি স্টার্ট দেয়ার পুরনো রীতিকে বাদ দেয়ার চিন্তা করছে সমগ্র বিশ্বজুড়ে পরিচিত জার্মানির বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান “বিএমডব্লিউ”।
মোবাইল অ্যাপ আসায় এর প্রয়োজনীয়তা কমে গেছে বলে মনে করে তারা।
“আয়ান রবার্টসন” প্রতিষ্ঠানটির বোর্ড সদস্য, সম্প্রতি সংবাদ সংস্থা ‘রয়টার্সকে’ এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। গাড়ির গ্রাহকরা এখন স্মার্টফোন ব্যবহার করেন এবং তাদের সবার কাছেই বিএমডব্লিউ অ্যাপ থাকে। তারা ওই অ্যাপ দিয়ে গাড়ি আনলক করতে পারেন। এ জন্য গাড়ির চাবি রাখাটা এখন পুরনো ফ্যাশন হয়ে গেছে বলে মনে করেন তারা ।
ফ্রাঙ্কফুট কার শোতে এক সাক্ষাৎকারে রবার্টসন বলেন,
‘সত্যিকার অর্থে কয়জনের এখন আর এ চাবির দরকার পড়ে?’
গাড়ি স্টার্ট দিতে চাবির ব্যবহার যে অর্থহীন হয়ে পড়েছে এটি ব্যাখ্যা করেন তিনি। তিনি জানান, বর্তমান বিশ্বে স্মার্টফোন এবং স্মার্টফোন অ্যাপের ব্যবহার পুরনো ফ্যাশনকে হটিয়ে দিচ্ছে। গাড়ির চাবিও তার ব্যতিক্রম নয়। মোবাইল অ্যাপে গাড়ি সংক্রান্ত সব সার্ভিস যুক্ত হওয়ায় এ অবস্থান সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠানটির বোর্ড সদস্য রবার্টসন আরো বলেন, গাড়ির চাবি এখন আমাদের আর পকেট থেকেই বের করা লাগে না। সুতরাং আমরা কেন এটি বয়ে নিয়ে বেড়াব। তিনি জানান, বিএমডব্লিউ গাড়িতে চাবি ব্যবহার বিলুপ্ত করার চিন্তায় আছে।