সোশ্যাল মিডিয়া

স্ন্যাপচ্যাট এ নিষিদ্ধ আল জাজিরা

স্ন্যাপচ্যাট এ নিষিদ্ধ আল জাজিরা 2স্ন্যাপচ্যাট মালিকানাধীন প্রতিষ্ঠান “স্ন্যাপ ইনকর্পোরেট” জানিয়েছে, সৌদি সরকারের অনুরোধে তারা তাদের অ্যাপ থেকে দেশটিতে “আল জাজিরা” কনটেন্ট ব্লক করে দিয়েছে। সৌদি আরবে স্ন্যাপচ্যাট ব্যবহারকারিদের জন্য তাই আল জাজিরা কনটেন্ট দেখা অসম্ভব হয়ে পড়েছে।

এ বিষয়ে স্ন্যাপের একজন মুখপাত্র জানান,

“যে দেশগুলোতে আমরা ব্যবসা করি সেখানে আমরা স্থানীয় আইন মেনে চলার চেষ্টা করি।”

সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগে চলতি বছরের শুরুতে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, মিশর এবং সুংযুক্ত আরব আমিরাত।

কাতারের সঙ্গে নিষেধাজ্ঞা তুলে নিতে সৌদি আরবের পক্ষ থেকে যে ১৩টি শর্ত দেওয়া হয় তার মধ্যে অন্যতম শর্ত ছিল আল জাজিরা বন্ধের দাবি। এক পর্যায়ে এটি পুরোপুরি বন্ধ করতে কাতার সরকারের কাছে দাবিও করেছিল তারা।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।