গুগল মোবাইল পেমেন্ট অ্যাপ ‘তেজ’ চালু
গুগল সম্প্রতি একটি মোবাইল পেমেন্ট অ্যাপ উন্মুক্ত করেছে ভারতে, যার নামকরণ করা হয়েছে “তেজ”।
অ্যান্ড্রয়েড এবং অ্যাপল উভয় ফোনে এই সেবা কাজ করবে। ‘তেজ’ নামের এই ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে গ্রাহকরা টাকা ট্রান্সফার এবং দোকান কিংবা ওয়েবসাইট থেকে পণ্য কিনতে পারবে।
অ্যাপলে পে, অ্যান্ড্রয়েড পে এবং স্যামসাং পে’র মতোই গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে গুগল তেজ। গুগলের ওয়েবসাইটে বলা হয়েছে, ভারতের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে তেজ। ইংরেজিসহ ভারতের ৭টি ভাষায় অ্যাপটি উন্মোচন করা হয়েছে।
উল্লেখ্য যে, ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট এবং কয়েনের ব্যবহার বাতিল করেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। এতে দেশটিতে ডিজিটাল পেমেন্ট সেবার ব্যবহার দ্রুত বাড়তে দেখা গেছে।