৪জি চালু হচ্ছে ডিসেম্বরেই
বুধবার সকালে সচিবালয়ের ফোরজি সেবা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন,
“এ বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দেশে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট পরিষেবা ফোরজি চালু হবে”।
প্রতিমন্ত্রী তারানা হালিম আরোও বলেন, ‘
আমরা নভেম্বরের শেষের দিকে ফোর জির নিলাম শেষ করতে পারব। মোবাইল ফোন অপারেটররা ফোর জি চালু করার জন্য উৎসাহিত ও প্রস্তুত রয়েছে।
অন্যদিকে প্রতিমন্ত্রীর এই ঘোষণার পর বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠে।
তাদের ভাষ্য অনুযায়ী জানা যায় যে, দেশে ফোরজি চালু করার প্রস্তুতি নেয়া হলেও দেশজুড়ে এখনো বিস্মৃত হয়নি থ্রিজি পরিষেবা।