টিপস/ট্রিক্সসোশ্যাল মিডিয়া

হোয়াটসঅ্যাপে ব্লক হলে জানবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে ব্লক হলে জানবেন যেভাবে 2হোয়াটসঅ্যাপ ২০০৯ সালে জ্যান কউম ও ব্রায়ান এক্টন দ্বারা প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি, ফেসবুক প্রায় ১৫০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ কিনে নেয়।

সম্প্রতি ফেসবুক দাবি করেছে, হোয়াটসঅ্যাপের ব্যবহার করে যত সংখ্যক বার্তা পাঠানো হচ্ছে তা সারা বিশ্বে টেলিকমে এসএমএসের কাছাকাছি পৌঁছে গেছে।

 

এখন চলুন জানা যাক যোগাযোগের এই বহুল পরিচিত মাধ্যমটিতে কেউ আপনাকে ব্লক করে রেখেছে কিনা…।।

 


  1. প্রথমত, যে আপনাকে ব্লক করে দিয়েছে তাঁর প্রোফাইল পিকচারটি আর দেখতে পাবেন না আপনি।
  2. যে কোনও মেসেজই পাঠান না কেন, কখনওই তা ডবল টিক হবে না। সিঙ্গল টিক হয়েই থাকবে।
  3. তাঁকে আর অডিও বা ভিডিও কল করতে পারবেন না আপনি যদি আপনার আইডি ব্লক করে রাখে।
  4. কেউ আপনাকে ব্লক করে রাখলে, তাঁর ‘লাস্ট সিন’ দেখতে পাবেন না আপনি।
  5. সে অনলাইন থাকলেও আপনাকে দেখাবে না।

 

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।