সর্বশেষ টেক নিউজ

ইনটেল’র ৮ম প্রজন্মের ‘কফিলেক প্রসেসর’

‘ইনটেল কোর’ ডেস্কটপ প্রসেসরের অষ্টম প্রজন্মের সংস্করণ আনার ঘোষণা দিয়েছে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ইনটেল। এই প্রসেসর চলতি বছর ৫ অক্টোবর থেকে পাওয়া যাবে।

এই প্রসেসর লাইনে প্রথমবারের মতো ৬-কোর ‘ইনটেল কোর আই৫’ ডেস্কটপ প্রসেসর আর ৪-কোর ‘ইনটেল কোর আই৩’ ডেস্কটপ প্রসেসর উন্মোচন করা হয়েছে।

ইনটেল-এর ডেস্কটপ প্লাটফর্ম গ্রুপ-এর মহাব্যবস্থাপক আনান্দ শ্রীভাতসা বলেন, “আমাদের অষ্টম প্রজন্মের ‘ইনটেল কোর’ ডেস্কটপ প্রসেসরগুলো অসাধারণ উন্নত সেবা দিচ্ছে- বিশেষত গেইমারদের জন্য এটি অপ্রতিরোধ্য অভিজ্ঞতা দিচ্ছে।”

নতুন এই প্রসেসরে সপ্তম প্রজন্মের ইনটেল কোর চিপের তুলনায় ‘গিয়ারস অফ ওয়ার ৪’-এর মতো গেইমগুলোর ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ২৫ শতাংশ বেশি ফ্রেইম পাবেন গেইমাররা। আগের প্রজন্মের চিপের তুলনায় নতুনটি ৩২ শতাংশ পর্যন্ত বেশি দ্রুত গতিতে ৪কে ৩৬০-ডিগ্রি ভিডিও চালু করতে সক্ষম হবে বলে জানা যায় ।

 

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।