ইন্টারনেটসর্বশেষ টেক নিউজ

হোয়াটসঅ্যাপ ব্লক হলো চায়নায়

একজন অজ্ঞাত ব্যাক্তি ভার্জ এর একটি রিপোর্ট কোট করে বলেন: চায়নায়, হালের জনপ্রিয় চ্যাটিং কাম ফটো ও ভিডিও শেয়ারিং এবং অডিও কলিং সফটওয়্যার ব্লক করা হয়েছে। অবশ্য আজকে সিকিউরিটি এক্সপার্টরা নিউইয়র্ক টাইমস এ এর সত্যতা নিশ্চিত করেন।

গত কয়েকমাস ফটো ও ভিডিও পাঠাতে কিছু সমস্যা হচ্ছিলো যদিও। এখন টেক্সট ম্যাসেজিং পুরোটাই ব্লকড। এই পুরোটি ভাষ্য, প্যারিস বেইজড রিসার্চ ফার্ম, সিম্বোলিক সফটওয়্যার এর এপ্লাইড ক্রিপ্টোগ্রাফার, নাদিম কবেইস্যি’র।

চায়নায় ডিজিটাল সেন্সরশিপ মনিটর করে নাদিম যা পেলেন, তা হলো, চায়না সম্প্রতি তাদের ফায়ারওয়াল আপগ্রেড করেছে যাতে নয়েক সকেট প্রোটকল নির্নয় ও প্রতিরোধ(ব্লক) করা যায়, যা হোয়াটস্যাপ এ টেক্সট পাঠাতে ব্যবহৃত হয়।

এছাড়াও এইচটিটিপিএস/টিএলএস ও ব্লক করা হয়ে আসছে, যা দিয়ে ছবি ও ভিডিও পাঠানো যেত ঐ অ্যাপ এ।
নাদিম এর মতে,

আমি মনে করি চাইনিজ ফায়ারওয়াল সময় নিয়েছে নতুন প্রটোকল আয়ত্ব করতে, যা টেক্সট ম্যাসেজ কে টার্গেট করতে পারে।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।