টুইটার এ টুইট লিমিট ডবল
টুইটার ব্যবহারকারীদের জন্য আসছে এক মহা আনন্দের খবর। পূর্বে অক্ষর ও দুই শব্দের মাঝখানের স্পেসসহ ১৪০ ক্যারেক্টারের বেশি ব্যবহার করা যেত না টুইটারে। তবে সেটিকে দ্বিগুণ করার ঘোষণা দিয়ে একটি ব্লগ পোস্টে টুইটার এর প্রোডাক্ট ম্যানেজার ‘এলিজা রোজেন’ জানান, পরীক্ষামূলকভাবে তারা ২৮০ ক্যারেক্টার চালু করতে যাচ্ছে। সেটি সফল হলে উন্মুক্ত করে দেওয়া হবে সবার জন্য। তখন এখনকার চেয়ে দ্বিগুণ আয়তনের হয়ে যাবে টুইট।
১৪০ ক্যারেক্টারে সব সময় সবকিছু বলে বোঝানো যেত না শুধু মাত্র একটি টুইট দিয়ে। যা অনেকের কাছেই বিরক্তিকর ছিল। টুইটার এখানেই আনতে চলেছে বড় পরিবর্তন। আপাতত নির্দিষ্টসংখ্যক কিছু টুইট ব্যবহারকারী ২৮০ ক্যারেক্টারে লেখার এই সুবিধা পাবেন। পরে তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানা যায়।
তথ্য সূত্রঃ- TechCrunch