সর্বশেষ টেক নিউজ

ফেসবুক শেয়ার বিক্রি করবে মার্ক

ফেসবুকের সাড়ে সাত কোটি শেয়ার বিক্রি করে দেবেন আগামী দেড় বছরে  মধ্যে। শুক্রবার এক পোস্টে এ কথা জানান ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ।

খবরটি তে আরো বলা হয়, বর্তমানে ফেসবুকের প্রতি শেয়ারের মূল্য ১৭০ ডলার। এ হিসাবে জাকারবার্গ সর্বোচ্চ ১২৭০ কোটি ডলার মূল্যের শেয়ার বিক্রি করতে পারবেন।

মার্ক জাকারবার্গ বলেন, ‘শেষ দেড় বছর ধরে ফেসবুকের ব্যবসায় ভালো হচ্ছে আর আমাদের শেয়ারমূল্য এমন জায়গায় পৌঁছেছে যে আমি আমাদের দাতব্য প্রতিষ্ঠানে পুরো তহবিল যোগাতে পারছি আর ফেসবুকে ভোটিংয়ের নিয়ন্ত্রণ আরও ২০ বছর বা তার বেশি সময় ধরে রাখতে যাচ্ছি।’ 

নিজের হাতা থাকা ফেইসবুকের কিছু শেয়ার বিক্রি করে নিজের দাতব্য প্রতিষ্ঠান চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ-এর দান করবেন জাকারবার্গ।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।