অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

ইউটিউব অ্যান্ড্রয়েডে বিজ্ঞাপন বন্ধ

‘অ্যাডঅ্যাওয়ে’ এবং ‘অ্যাডব্লক প্লাস’ এর মতো পুরনো বিজ্ঞাপন ব্লকারগুলো এখন আর ইউটিউবের বিজ্ঞাপন ব্লক করতে পারেনা। ইউটিউবে ভিডিও শুরুর পূর্বে যে বাণিজ্যিক বিজ্ঞাপনগুলো আসে সেগুলো থকে মুক্তি লাভের উপায় হল ২টিঃ

১. ‘ইউটিউব রেড’ এ সাবস্ক্রাইব করে বিল প্রদান করা অথবা,

২. ‘এক্সপোসড’ মডিউল ব্যবহার করে ইউটিউব এপের কার্যাবলি নিয়ন্ত্রণ করা ও বিজ্ঞাপন বন্ধ করা।

কিন্তু ‘এক্সপোসড’ সবাই ব্যবহার করতে পারেনা। অনেক অ্যানড্রয়েডে বুটলোডার লক করা থাকে। তাই বিভিন্ন কারণে এই ২টি অপশন সব সময় কার্যকর নাও হতে পারে।

আর্টার এ সমস্যার একটি সমাধান খুঁজে পেয়েছেন। তিনি ইউটিউব এপকে কিছুটা মডিফাই করেছেন, যার ফলে আর বিজ্ঞাপন দেখা যায়না। যা আসলে এক্সপোসড করে থাকে।

 

এর জন্য যা প্রয়োজন-

১. রুট করা অ্যানড্রয়েড ডিভাইস

২. রুট করা যায় এমন ফাইল ব্রাউজার (ইএস ফাইল এক্সপ্লোরার, এফএক্স ফাইল এক্সপ্লোরার, রুট এক্সপ্লোরার প্রভৃতি)

 

ধাপ-১

ডিপিআই নম্বর এবং প্রসেসর টাইপ জানাঃ

ডিভাইস ভেদে ইউটিউব এপ বিভিন্ন ধরণের হয়। তাই আপনার অ্যানড্রয়েড বা ট্যাবলেটের প্রসেসর টাইপ ও ডিপিআই এর মান জানতে হবে।

যদি আপনার ডিভাইসের ডিপিআই নম্বর জানা না থাকে তবে ‘ডিপিআই চেকার’ এপের মাধ্যমে ডিপিআই নম্বর জেনে নিতে পারেন।

‘ডিপিআই চেকার’ এপ ডাউনলোড লিংকঃ

https://play.google.com/store/apps/details?id=com.nick.mowen.dpichecker

 

প্রসেসর টাইপ জানার জন্য ‘ড্রয়েড হার্ডওয়্যার ইনফো’ এপ ব্যবহার করতে পারেন।

‘ড্রয়েড হার্ডওয়্যার ইনফো’ এপ ডাউনলোড লিংকঃ

https://play.google.com/store/apps/details?id=com.inkwired.droidinfo

ধাপ-২

ডিভাইস উপযোগী সঠিক ইউটিউব এপ ডাউনলোডঃ

ডিপিআই মান এবং প্রসেসর টাইপ জানা হয়ে গেলে আপনিআপনার অ্যানড্রয়েড উপযোগী এপটি  নামাতে পারেন। এবার নিচের লিংকগুলোতে যেয়ে আপনার প্রসেসর টাইপ ও ডিপিআই মান আনুযায়ী উপযুক্ত ইউটিউব এপটি ডাউনলোড করুন।

(১) এআরএম ৬৪ ডিভাইস ; যেকোনো ডিপিআই-http://www.mediafire.com/download/vot3hv381w6372r/YouTubeAdaway-ARM64-AnyDPI.apk

(২) এআরএম ডিভাইস ; ২৪০ ডিপিআই- http://www.mediafire.com/download/2zadxd0ssoe2qfo/YouTubeAdAway-ARM-240DPI.apk

(৩) এআরএম ডিভাইস ; ৩২০ ডিপিআই-http://www.mediafire.com/download/u3eh0c7y8uxe7ri/YouTubeAdAway-ARM-320DPI.apk

(৪) এআরএম ডিভাইস ; ৪৮০ ডিপিআই-http://www.mediafire.com/download/2x971zohzouqs22/YouTubeAdaway-ARM-480DPI.apk

(৫) এক্স৮৬ ডিভাইস ; ৪৮০ ডিপিআই-http://www.mediafire.com/download/e6i1mu5nrrti5nu/YouTubeAdAway-x86-480DPI.apk

ইউটিউব অ্যান্ড্রয়েডে বিজ্ঞাপন বন্ধ 2

ধাপ-৩

পুরনো ইউটিউব এপটি মুছে ফেলুনঃ

এবার আপনার মোবাইলে যে ইউটিউব এপটি আগে থেকেই ডাউনলোড করা ছিল তা মুছে ফেলুন এবং নতুন ভার্সনটি দ্বারা তাকে প্রতিস্থাপন করুন। এই কাজের জন্য ‘টাইটেনিয়াম ব্যাকআপ’ এপটি ব্যবহার করুন।

যা করতে হবে-

(১) নিচের লিংকে যেয়ে ‘টাইটেনিয়াম ব্যাকআপ’ এপটি ডাউনলোড করুন।

https://play.google.com/store/apps/details?id=com.keramidas.TitaniumBackup

(২) ‘টাইটেনিয়াম ব্যাকআপ’ এপটি চালু করে ব্যাপআপ/ রিস্টোর মেনুতে যান।

(৩) এবার তালিকা থেকে ‘ইউটিউব’ এপটি সিলেক্ট করুন।

ইউটিউব অ্যান্ড্রয়েডে বিজ্ঞাপন বন্ধ 3

(৪) একটি পপআপ উইন্ডো আসবে।

(৫) নিরাপদে থাকতে চাইলে ব্যাপআপ বাটনে চাপলেই হবে।

(৬) এপটি মুছে ফেলার জন্য সোজা আনইন্সটল এ চাপতে হবে।

ইউটিউব অ্যান্ড্রয়েডে বিজ্ঞাপন বন্ধ 4

(৭) এবার বিজ্ঞাপনবিহীন নতুন ভার্সন ইন্সটল করতে হবে।

 

ধাপ-৪

ইউটিউব ফোল্ডার তৈরি করাঃ

(১) পছন্দের ফাইল ব্রাউজারে(ইএস ফাইল এক্সপ্লোরার, এফএক্স ফাইল এক্সপ্লোরার, রুট এক্সপ্লোরার প্রভৃতি)গিয়ে প্রথমে সিস্টেমে তারপর এপ ফোল্ডারে প্রবেশ করুন।

ইউটিউব অ্যান্ড্রয়েডে বিজ্ঞাপন বন্ধ 5 ইউটিউব অ্যান্ড্রয়েডে বিজ্ঞাপন বন্ধ 6

(২) এবার ‘ইউটিউব’ নামে নতুন একটি ফোল্ডার তৈরি করুন।

ইউটিউব অ্যান্ড্রয়েডে বিজ্ঞাপন বন্ধ 7

(৩) এবার নতুন ‘ইউটিউব’ ফোল্ডারে কিছুক্ষণ চেপে ধরে রাখলে ‘পারমিশন’ নামে একটি অপশন আসবে।

ইউটিউব অ্যান্ড্রয়েডে বিজ্ঞাপন বন্ধ 8

(৪) সেখান থেকে ‘ওউনার’ ক্যাটাগরিতে ‘রিড’, ‘রাইট’ এবং ‘এক্সিকিউট’ অপশনটি চালু করে দিন।

(৫) অন্য ২টি ক্যাটাগরি ‘গ্রুপ’ এবং ‘অন্যান্য’তে ‘রিড’ এবং ‘এক্সিকিউট’ অপশনটি চালু করে দিন।

(৬) আপনার ব্রাউজারটি যদি অক্টাল নাম্বারবুঝতে পারে তবে অক্টাল নাম্বার অপশনে যেয়ে ‘০৭৫৫’ লিখে দিলেই হবে।

ইউটিউব অ্যান্ড্রয়েডে বিজ্ঞাপন বন্ধ 9

 

ধাপ-৫

নতুন ফোল্ডারে এপটি স্থানান্তরকরণ ও রিবুটকরণঃ

(১) এসডি কার্ড কিংবা ইন্টারনাল স্টোরেজে যেই ডাউনলোড অপশনে নতুন ‘ইউটিউব’ এপটি ডাউনলোড হয়েছে সেখান থেকে এপটি কপি করুন।

ইউটিউব অ্যান্ড্রয়েডে বিজ্ঞাপন বন্ধ 10

(২) এবার আপনার সদ্য তৈরিকৃত ফোল্ডারে ইউটিউব এপটি পেস্ট করুন।

ইউটিউব অ্যান্ড্রয়েডে বিজ্ঞাপন বন্ধ 11

(৩) এবার আপনার ডিভাইসটি রিবুট করুন।

 

ধাপ-৬

বিজ্ঞাপনবিহীন ইউটিউব ভিডিও উপভোগঃ

এবার আপনি আপনার ইউটিউব এপটি আগের মতই ব্যবহার করতে পারবেন। পার্থক্য শুধু এইখানে যে, আগের মতো এখন আর ভিডিও শুরুর পূর্বে কোন বিজ্ঞাপন আসবেনা।

আর অসুবিধা শুধু একটাই, আপনি চাইলে পরবর্তীতে ‘গুগল প্লে স্টোর’ থেকে আপনার ইউটিউব এপটি আপডেট করতে পারবেন না। এর জন্য কোন ‘ডেভেলপার সাইট’ যেমন- http://arter97.com/browse/youtube/adaway/ এ গিয়ে ইউটিউবের নতুন আপডেটেট ভার্সনটি নামাতে হবে। তারপর আগের সিস্টেম/এপ/ইউটিউব ফোল্ডারে যেয়ে পুরনো এপটিকে প্রতিস্থাপন করতে হবে।

ইউটিউব অ্যান্ড্রয়েডে বিজ্ঞাপন বন্ধ 12

 

টিউটোরিয়ালঃ

http://Block Ads in Android’s YouTube App Without Using Xposed [How-To] on Vimeo

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।