ফেসবুক’র ফেস রিকগনিশন
প্রযুক্তিতে আরো চমক লাগিয়ে ‘ফেস রিকগনিশন’ ফিচারের ওপরে কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ । এই পদ্ধতি চালু হলে ভবিষ্যতে ইউজারের মুখ দেখে চিনে তবেই অ্যাকাউন্ট খোলা বা ব্যবহার করা যাবে।
সাম্প্রতিক ফেসবুক কর্তৃপক্ষ জানায়,
“অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সময় যারা দ্রুত ও সহজে অ্যাকাউন্টের মালিকানা যাচাই করতে চান তাদের জন্য আমরা নতুন একটি ফিচার পরীক্ষা করছি। গ্রাহক যে ডিভাইসগুলো থেকে এর আগে লগইন করেছেন শুধু সে ডিভাইসগুলোতেই এই ফিচারটি পাওয়া যাবে। অ্যাকাউন্ট মালিকরা যাতে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেন সে জন্য এটি তাদের আরেকটি পদক্ষেপ।”
লকড অ্যাকাউন্ট পুনরুদ্ধারে গ্রাহককে সহায়তা করতে এর আগেও অনেক পদক্ষেপ নিয়েছে ফেইসবুক। কিছু ক্ষেত্রে ব্যবহারকারীর কয়েকজন বন্ধুর ছবি শণাক্ত করতে বলে এই সোশাল নেটওয়ার্ক ।
এর পাশাপাশি একটি ভিডিও চ্যাট ডিভাইসও আনছে সামাজিক যোগাযোগের মাধ্যমটি। গ্রাহকের মুখ চিনতে পারবে এটি।
ডিভাইসটি নিয়ে ইতোমধ্যেই শঙ্কা দেখা দিয়েছে কিছু গ্রাহকের মধ্যে। তাদের ধারণা এর মাধ্যমে গ্রাহকের ওপর নজর রাখবে ফেইসবুক। এ ছাড়া ডিভাইসটি যখন উন্মোচন করা হবে তখন এতে সব ফিচার থাকবে কিনা সেটি নিয়েও সন্দেহ রয়েছে।
ডিভাইসটির ছদ্মনাম বলা হয়েছে ‘প্রজেক্ট অ্যালোয়া’। ২০১৮ সালের মে মাসে এটি বাজারে আনার কথা রয়েছে।
তথ্য সূত্রঃ- TechCrunch