মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণ
শীঘ্রই বাজারে আসছে মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণ। সম্প্রতি এবিষয়ে মাইক্রোসফট একটি বিবৃতিও প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে,
অফিস ওয়ার্ড বা এমএস অফিস এর নতুন সংস্করণটি আগামী বছরেই বাজারে উন্মুক্ত করা হবে এটি। নতুন এই সংস্করণটির নাম নির্ধারণ করা হয়েছে ‘অফিস-২০১৯’।
বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা কোম্পানিটি জানিয়েছে ২০১৮ সালের মাঝামাঝি সময়েই সফটওয়্যারটি বাজারে পাওয়া যেতে পারে। মাইক্রোসফট অফিসের নতুন এই সংস্করণে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও আউটলুকের পাশাপাশি সার্ভার সংস্করণ হিসেবে মাইক্রোসফট এক্সচেঞ্জ, শেয়ারপয়েন্ট ও স্কাইপ ফর বিজনেসসহ আরো কিছু ফিচার যুক্ত করা হবে। তবে থাকছে না পেইন্ট ফিচারটি।
প্রযুক্তি ও নিরাপত্তার বিষয়গুলোও যুক্ত করা হচ্ছে। অফিস ২০১৯-এ থাকছে এক্সেল ব্যবহারকারীদের জন্য নতুন ফর্মুলা ও নতুন চার্ট সিস্টেম। পাওয়ার পয়েন্ট ব্যবহারকারীদের জন্য থাকছে নতুন অ্যানিমেশন ফিচার।
তথ্য সূত্রঃ- “আইএএনএস”