সর্বশেষ টেক নিউজ

গুগলের সিকিউরিটি ব্যবস্থা জোরদার

গুগল সম্প্রতি টু-ফ্যাক্টর সুবিধাটি উন্নীত করা নিয়ে ভাবছে।উচ্চমানের প্রোফাইল হ্যাক হওয়ার পর গুগল এ নিয়ে ভাবছে।

এই সুবিধাটি উন্নীত হলে রাজনৈতিকভাবে সাইবার আক্রমণের হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব বলে জানানো হয়েছে। নতুন এই সুবিধাটি নিয়ে আগামী মাসেই সুবিধাটি উন্মুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। জিমেইল, গুগল ড্রাইভ ও ইউএসবি সিকিউরিটি-কী এর মতোই এই সুবিধাটি উপভোগ করা যাবে। এই সার্ভিসটি বাজারে উন্মুক্ত বিভিন্ন অ্যাপের চেয়ে আরো বেশি নিরাপদ হবে, যা গুগল অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। এ ধরনের পরিবর্তনে গুগলের মূল ব্যবহারকারীদের তেমন কোনো সমস্যা সৃষ্টি করবে না।

একটি রিপোর্টে বলা হয়েছে, ‘এটি নিশ্চিত যে গুগলের এমন চিন্তায় রাজনৈতিক, কর্পোরেট এক্সক্লুসিভ নিরাপত্তা বেশ উন্নীত হবে’। ২০১৬ সালে জোহান পোদেশেটাস এর জিমেইল অ্যাকাউন্ট, রাশিয়ার সরকারেরও অনেক অ্যাকাউন্ট এই সাইবার অ্যাটাকের আওতায় ছিল। এরপর গুগল অনুভব করে যে, গুগল ব্যবহারকারীদের জন্য সিকিউরিটি ব্যবস্থা আরো জোরদার করা প্রয়োজন।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।