সেরা ৫ সার্চ ইঞ্জিন
ওয়েব জগতের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো সার্চ ইঞ্জিন। বিশ্ব জুড়ে অসংখ্য সার্চ ইঞ্জিন এর অস্তিত্ব রয়েছে। তবে এর মধ্যে সবছেয়ে পরিচিত পাঁচটি নীচে তুলে ধরা হলো……
১। গুগল:
১৯৯৮ সালের ৪-ই সেপ্টেম্বর সর্বপ্রথম গুগল তৈরি হয়। বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহার করে,কিন্তু গুগল এর নাম শুনে নাই,এমন মানুষ খুজে পাওয়া যাবে না। যারা কম্পিউটার বা ইন্টারনেট এই দুটি শব্দের সাথে পরিচিত তারা গুগলের সাথেও পরিচিত। মানব জীবনের এক অন্যতম উপকারী বন্ধু হিসেবে গুগল এর বিকল্প খুজে পাওয়া ভার।
২. ইয়াহু:
১৯৯৪ সালে ইয়াহুর যাত্রা শুরু। পৃথিবীর প্রথম জনপ্রিয় সার্চ ইঞ্জিন। প্রথমে এটি ডিরেক্টরি
সাবমিশন ওয়েবসাইট হলেও পরবর্তীতে তা সার্চ ইঞ্জিনে রুপান্তর করা হয়।
৩. বিং:
মাইক্রোসফটের অফিসিয়াল সার্চ ইঞ্জিন বিং প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে । সার্চের ফলাফলে আরও বেশী নিদির্ষ্ট এবং গ্রহনযোগ্য উত্তরের জন্য বিং অনন্য।
৪. আস্ক ডট কম:
আস্ক ডট কমকে মূলত ওয়েবে পরামর্শ দাতা বলা যেতে পারে। এটি হলো ইন্টারনেট ভিত্তিক একটি প্রশ্ন ও উত্তরের ওয়েবসাইট। ২০১০ সালের জুনে এটা চালু হয়।
৫.ডাকডাকগো:
ডাকডাকগো ডট কম বিভিন্ন ক্রাউড সোর্স যেমন উইকিপিডিয়া ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করে এবং ব্যবহারকারীকে তা প্রদর্শন করে।