বন্ধ হচ্ছে মাইক্রোসফট মিউজিক স্ট্রিমিং সেবা গ্রুভ
প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট বন্ধ করে দিচ্ছে তাদের মিউজিক স্ট্রিমিং সেবা গ্রুভ। একটি ঘোষণার মাধ্যমে এটি জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট তাদের গ্রাহকদের স্পোটিফাইতে মাইগ্রেট করতে বলছে। গ্রুভ সাবস্ক্রাইবাররা যারা গ্রুভে একমাসের স্ট্রিমিং সেবার জন্য ৯ ডলার পরিশোধ করেছেন তারা বিনামূল্যে স্পটিফাইয়ের ৬০ দিনের প্রিমিয়াম ভার্সন নিতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকরা বিজ্ঞাপনমুক্ত স্ট্রিমিং শুনতে পারবে। গ্রুভে স্পোটিফাইয়ের লিংক দিয়ে রাখা হয়েছে যাতে গ্রাহকরা খুব সহজে স্পোটিফাই এ অ্যাকাউন্ট করতে পারে।
গ্রুভ তাদের মিউজিক স্ট্রিমিং বন্ধ করে দিলেও অ্যাপটি থাকবে এবং গ্রাহকরা তাদের পছন্দের মিউজিক ডাইনলোড করতে পারবে।