মেঘনা ব্যাংক’র মোবাইল ব্যাংকিং
মেঘনা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং সেবার সহযোগী মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ বিনিয়োগকৃত প্রতিষ্ঠান ‘মোবিলিটি আই ট্যাপ এন পে লিমিটেড’-এর গুলশানে কেন্দ্রীয় অফিস সম্প্রতি উদ্বোধন করা হয়।
অফিসটি উদ্বোধন করেন মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশেকুর রহমান এমপি, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন ও ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোবিলিটি আই ট্যাপ পে লিমিটেডের চেয়ারম্যান ড. মো. জহির উদ্দিন, পরিচালক কর্নেল এম এ লাতিফ খান, প্রফেসর ড. শাহীন হোসেন এবং প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. কামরুল আহসান।
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. কামরুল আহসান বলেন,
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন ৭৬০ কোটি টাকার লেনদেন হচ্ছে। বর্তমানে দেশের ব্যাংকিং সেবার বাইরে থাকা প্রায় ৪৫ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনার জন্যই “Meghna Bank Tap ‘n Pay ” এর আগমন।