অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টলে নিরাপত্তা
অ্যানড্রয়েড ফোনে আগে থেকেই অনেক এপ ইন্সটল করা থাকে। এই এপগুলো ব্যবহার করে মোটামুটি প্রায় সব কাজই করা যায়। তবে সব অ্যানড্রয়েডে ভাল মানের এপগুলোই যে ইন্সটল করা থাকে এমন কোন কথা নেই। কখনো কাজের প্রয়োজনে নতুন কোন এপ এর প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রে পুরনো এপের মাধ্যমে কাজ চালিয়ে নিলে অ্যানড্রয়েড ব্যবহারের পরিধি সীমাবদ্ধ হয়ে যায়।
অ্যানড্রয়েড এপ ইন্সটল করার জন্য যেসব ওয়েবসাইট আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ‘গুগল প্লে স্টোর’। এর এপ ভার্সন সব অ্যানড্রয়েডেই ইন্সটল করা থাকে। তবে অ্যানড্রয়েড এপ ইন্সটল করার জন্য ‘গুগল প্লে স্টোর’ই একমাত্র অপশন নয়।
অ্যানড্রয়েড এপ ইন্সটল করার প্রধান ৩ টি উৎস হলঃ
১. গুগল প্লে স্টোর
২. অ্যামাজন এপস্টোর
৩. ট্রাস্টেড ওয়েবসাইট থেকে পিসির মাধ্যমে
১. গুগল প্লে স্টোরঃ
‘গুগল প্লে স্টোর’ এর মাধ্যমে আপনার প্রয়োজনীয় সব ধরণের এপই পেয়ে যাবেন। আপনার অ্যানড্রয়েডের এপ ড্রয়ারে ‘গুগল প্লে স্টোর’ এপটি আগে থেইএ ইন্সটল করা থাকে। তাছাড়া ‘গুগল প্লে স্টোর’এর নিজস্ব ওয়েবসাইটও আছে। সেই ওয়েবসাইটে গিয়েও একই ভাবে এপ ইন্সটল করা যায়।
ওয়েবসাইটটির লিংক হলঃ https://play.google.com/store?hl=en
এখন যা করতে হবে-
(ক) অ্যানড্রয়েডে ‘গুগল প্লে স্টোর’ এপ এ যান।
(খ) এবার এপস সেকশনে গিয়ে আপনার অ্যানড্রয়েডে কি কি এপ ডাউনলোড করা আছে তা দেখুন।
(গ) যেই এপটি আপনার কাছে নেই বা আপনি ডাউনলোড করতে চান তার নাম উপরে সার্চ বক্সে লিখে সার্চ করুন।
(ঘ) আপনার প্রয়োজনীয় এপটি চলে আসবে। (যদি না আসে তাহলে মোর বাটনটি চাপুন। ওই নামের আরও এপ আসবে।)
(ঙ) এবার এপটিতে সিলেক্ট করুন।
(চ) তারপর ‘ইন্সটল’ বাটন চাপুন।
(ছ) একটি পপ আপ উইন্ডো আসবে তাতে ‘একসেপ্ট’ চাপুন।
(জ) কয়েক সেকেণ্ডের মধ্যেই এপটি ইন্সটল হয়ে যাবে আপনার ফোনে।
২. অ্যামাজন এপস্টোরঃ
অনেকে শুনে হয়তো অবাক হবেন যে ‘গুগল প্লে স্টোর’ ছাড়াও অন্য উৎস থেকে এপ ইন্সটল করা যায়। বেশির ভাগ অ্যানড্রয়েডেই শুধুমাত্র ‘গুগল প্লে স্টোর’ থেকে এপ ইন্সটল করার অনুমতি থাকে। তাই কেউ যদি এর বাইরে কোন উৎস থেকে এপ ইন্সটল করতে চান সেক্ষেত্রে সেটিং অপশনটি পরিবর্তন করে দিতে হবে।
এর জন্য যা করতে হবে-
(ক) অ্যানড্রয়েডে ‘সেটিংস’ অপশনে যান।
(খ) ‘সিকিউরিটি’ অপশনে প্রবেশ করুন।
(গ) তারপর একটু নিচে গেলে দেখবেন ‘আননোন সোর্স’ নামে একটি অপশন আছে।
(ঘ) তা ওপেন করলে একটি পপআপ উইন্ডো আসবে।
(ঙ) উইন্ডোতে ‘ওকে’ বাটন চাপুন।
এবার আপনি চাইলে ‘অ্যামাজন এপস্টোর’ ব্যবহার করতে পারেন। ‘অ্যামাজন এপ স্টোর’ এ বিল প্রদানের মাধ্যমে অনেক ধরণের এপ পাওয়া যায়। তাছাড়া ফ্রি এপও পাওয়া যায় এতে।
(ক) অ্যানড্রয়েডের মাধ্যমে নিচের লিংকে যেয়ে ‘অ্যামাজন এপস্টোর’ এপটি ডাউনলোড করুন।
https://www.amazon.com/gp/mas/get/androidapp/
(খ) তারপর নোটিফিকেশন ট্রেতে যেয়ে এপটি ইন্সটল করুন।
(গ) ‘অ্যামাজন এপস্টোর’ এ গিয়ে ইমেওল ও পাসওয়ার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলুন।
(ঘ) তারপর সাইন ইন করে গুগল প্লে স্টোরের মতোই আপনার পছন্দের এপটি সার্চ করতে পারবেন।
(ঙ) আপনার পছন্দের এপটি পেলে ডানে ফ্রি বাটনে চেপে এপটি ইন্সটল করুন।
(চ) কয়েক সেকেন্ডের মধ্যেই এপটি আপনার অ্যানড্রয়েডে ইন্সটল হয়ে যাবে।
৩. ট্রাস্টেড ওয়েবসাইট থেকে পিসির মাধ্যমেঃ
আপনি গুগলে যেকোনো ট্রাস্টেড ওয়েবসাইট (যেমন- https://www.apk4fun.com/ ) থেকে এপ ইন্সটল করে অ্যানড্রয়েডে শেয়ার করতে পারেন। এর জন্য ইউএসবি ক্যাবল ব্যবহার করতে পারেন। তাছাড়া পিসিতে ‘এয়ারড্রয়েড’ কিংবা ‘শেয়ার ইট’ সফটওয়্যার ব্যবহার করা যায়।
যা করতে হবে-
(ক) আপনার পছন্দের এপটি যেকোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন।
(খ) উইন্ডোজে ‘শেয়ার ইট’ চালু করুন।
(গ) এবার অ্যানড্রয়েডে ‘শেয়ার ইট’ এপ চালু করুন।
(ঘ) এবার ‘রিসিভ’ বাটন চাপুন। তারপর নিচে ‘কানেক্ট পিসি’তে চাপুন।
(ঙ) তারপর ‘পিসি সার্চ মোবাইল’ অপশনে যান।
(চ) দেখা যাবে আপনার পিসি তে যেই ‘শেয়ারইট’ এপ আছে তাতে আপনার মোবাইলের সাথে কানেক্ট করার অপশন আসবে তাতে ক্লিক করুন।
(ছ) একটি নতুন উইন্ডো আসবে এখান থেকে ‘ফাইলস’ অপশনে সিলেক্ট করুন।
(জ) এবার আপনার ডাউনলোডকৃত এপটি সিলেক্ট করে ‘ওপেন’ চাপুন।
(ঝ) এপটি আপনার ফোনে চলে আসবে।
(ঞ) এপটি ইন্সটল করে ব্যবহার করুন।