অনলাইনে নিরাপত্তায় ২০টি পরামর্শ সিএসবির
ইন্টারনেট ব্যবহার দিন দিন আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে। তেমনি ভাবে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ধরণের সাইবার অপরাধ।
একটু অসাবধানতা ক্ষতি করে দিতে পারে। ইন্টারনেটে নিরাপদ থাকার জন্য সাইবার স্পেস অব বাংলাদেশ (সিএসবি) ২০টি পরামর্শ দিয়েছে সেগুলো হলো-
১. প্রতিমাসে একবার করে ফেইসবুক/ইমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করুণ।
২. ফেইসবুক ও ইমেইলে লগইন অ্যাপ্রুভাল দিয়ে রাখুন। রিকভারি ইমেইল ব্যবহার করুন।
৩. ফেইসবুকে কোনো কিছু যাচাই না করে শেয়ার ও কমেন্ট করবেন না। শেয়ারকৃত পোস্টটি মিথ্যা কিংবা ভুয়া হতে পারে।
৪. পরিচিত বা অপরিচিত কেউ কোনো লিঙ্ক দিলে সেখানে যাচাই না করে ক্লিক করবেন না। ক্লিক করলেই আপনার তথ্য চলে যেতে পারে।
৫. উন্মুক্ত জায়গার ফ্রি ওয়াইফাই ব্যবহার করবেন না। এটি একটি ফাঁদ হতে পারে।
৬. অপরিচিত কেউ আপনার মেইল এ কোনো লিঙ্ক বা ডাউনলোড ফাইল দিলে ক্লিক করবেন না। ডাউনলোড ফাইলে ভাইরাস থাকতে পারে।
৭. পিসির সব সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন।
৮. পেইড এন্টিভাইরাস ব্যবহার করুন।
৯. অনলাইনে যেখান সেখান থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন না। এতে বিভিন্ন ম্যালওয়্যার থাকতে পারে।
১০. সোশ্যাল মিডিয়াতে শিশু, মহিলা ও ফ্যামিলির ছবি দেবেন না। কারণ এ ছবি দিয়ে অপরাধীরা আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে।
১১. ফেসবুকে মোবাইল নম্বর, ই-মেইল ও জন্মতারিখ অনলি মি করে রাখুন।
১২. সোশ্যাল মিডিয়া, ই-মেইল ও জব সাইটে আলাদা আলাদা ই-মেইল ও পাসওয়ার্ড ব্যবহার করুন।
১৩. সোশ্যাল মিডিয়াতে সুন্দর, আকর্ষণীয় ছবি, অ্যাপস দেখলে ক্লিক করবেন না।
১৪. আপনার স্মার্টফোন, বিভিন্ন ডিভাইস সাময়িক সময়ের জন্য হলেও অন্যের হাতে দেবেন না।
১৫. ই-কমার্স সাইট বা অনলাইনে কেনাকাটা করার সময় ভালো করে দেখে নিন সাইটটি বিশ্বস্ত ওয়েবসাইট কিনা। না হলে আপনি প্রতারিত হতে পারেন।
১৬. ফ্রি ও পাইরেটেট সফটওয়্যার ব্যবহার করবেন না। এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
১৭. আপনার অফিসের কর্মচারি, কর্মকর্তাদের সাইবার সিকিউরিটির উপর প্রশিক্ষণ দিন।
১৮. যেখান সেখান থেকে পুরাতন স্মার্টফোন, বিভিন্ন ধরনের ডিভাইস ক্রয় করবেন না। আপনি যে ফোনটি কিনেছেন সেটা দিয়ে হয়তো আগের ব্যাবহারকারী অপরাধমূলক কোনো কাজ করেছে।
১৯. সোশাল মিডিয়াতে অনলাইনে ডলার কেনাবেচা করার সময় অপরিচিত কারো সঙ্গে লেনদেন করবেন না।
২০. সাইবার ক্রাইমের শিকার হলে চুপচাপ থাকবেন না। আপনার পরিবার এবং পুলিশের সহায়তা নিন। অনলাইনে যত তথ্য কম দিবেন ততই আপনার জন্য ভালো।
সাইবার অপরাধের শিকার হলে সিএসবিকে জানাতে ভিজিট করুণ এই লিংকে
তথ্য – টেকশহর