ওয়েস্টার্ন ডিজিটাল এর সর্বোচ্চ হার্ডডিস্ক
ওয়েস্টার্ন ডিজিটাল বাজারে উন্মুক্ত করছে পৃথিবীর সব থেকে বড় হার্ডডিস্ক। এর আকার ১৪ টেরাবাইট। কিন্তু এটি আপনি কিনতে পারবেন না।
এই হার্ডডিস্কের ট্রান্সফার স্পিড ২২৩MiB/s SATA এবং SAS ফরমেটে। এই হিলিয়ামের ড্রাইভটি অনেক বেশি কার্যকর এবং এটি দীর্ঘ দিন ব্যবহার করা যাবে। এর MTBF রেটিং হলো ২.৫ মিলিয়ন ঘণ্টা।
এই হার্ডডিস্কটি শুধুমাত্র ওয়েস্টার্ন ডিজিটাল এন্টারপ্রাইজের ক্লায়েন্টরা পাবে।
তথ্য- দ্যা ভার্জ