সর্বশেষ টেক নিউজহার্ডওয়্যার

হুয়াওয়ে মেটবুক, গতিময় ক্ষমতাশীল

দেশের বাজারে হুয়াওয়ে নিয়ে এসেছে ল্যাপটপ। এই ল্যাপটপটির ওজন ৬৪০ গ্রাম। হুয়াওয়ের মেটবুক ল্যাপটপটি টু-ইন-ওয়ান ফ্লাগশিপ অন দ্যা গো ফিচারসমৃদ্ধ। 

বৃহস্পতিবার রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে ল্যাপটপটির উম্মোচন অনুষ্ঠানে হুয়াওয়ে জানায়, স্মার্টফোনের মোবিলিটির সঙ্গে ল্যাপটপের কর্মক্ষমতা ও উৎপাদনশীলতাকে কাজে লাগানো হয়েছে মেটবুকটিতে। এটি উন্নতমানের অ্যালুমিনিয়াম উপাদান দিয়ে তৈরি।

হুয়াওয়ে মেটবুক, গতিময় ক্ষমতাশীল 2

এটিতে ১৬ জিবি ডিডিআরফোর র‍্যাম এবং ২৫৬ জিবি এসএসডি রয়েছে। এর হার্ডডিস্ক ১টেরাবাইট। এতে ৭ম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। প্রসেসর ঠাণ্ডা রাখতে ষ্ট্যাকড হার্ডওয়ারের সমন্বয়ে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে আছে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম, ডুয়েল ডিজিটাল মাইক্রোফোন এবং ডুয়েল স্পিকার।

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটির মূল্য খুচরা পর্যায়ে এখনো নির্ধারণ করা হয়নি। তবে এটি পাইকারি বিক্রি করা হচ্ছে।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

One thought on “হুয়াওয়ে মেটবুক, গতিময় ক্ষমতাশীল

  • jony

    কিভাবে ল্যাপটপ কিব।ল্যাপটপ টি কিনতে কি কি লাগব।

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।