সর্বশেষ টেক নিউজ

গুগল হোম খুঁজবে ফোন

আমাদের সার্বক্ষণিক সংগী মোবাইল। কিন্তু আমরা মাঝেমধ্যে মোবাইল কোনো জায়গায় রেখে মোবাইলে খুঁজে পাই না। আর এই সমস্যা বেশি হয় তখন যখন মোবাইল সাইলেন্ট মোডে থাকে। স্বাদের মোবাইল খুঁজতে গিয়ে ঘাম ছুটে যায়। এটি থেকে মুক্তি পেতে গুগল নিয়ে এসেছে গুগল হোম।

এই গুগল হোমের মাধ্যমে ফোন সাইলেন্ট থাকলেও ফোন খুঁজে পাবেন। গুগল অনেক নতুন ডিভাইস উন্মুক্ত করেছে এর মধ্যে এটি অনেক প্রয়োজনীয় ডিভাইস বলে মত দিয়েছে বিশেষজ্ঞরা।

গুগল এটির তিনটি সংস্করণ নিয়ে এসেছে। এগুলো হলো গুগল হোম, গুগল হোম মিনি এবং গুগল হোম ম্যাক্স। হারিয়ে যাওয়া ফোন খুঁজতে এতে বলতে হবে ‘ রিং মাই ফোন’ বা ফাইন্ড মাই ফোন। এতেই ফোনটি রিং হওয়া শুরু করবে। পরিবারের সকলের মোবাইল এটির মাধ্যমে খোঁজা যাবে।

এটির মূল্য ৪ হাজার টাকা। তবে আমি বলবো ৪ হাজার টাকা দিয়ে এটি না কিনে প্লে স্টোর থেকে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি ডাইনলোড করে নেন।

 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।