শর্টকার্টে ব্রাউজার ট্যাব রিস্টোর
আমরা ইন্টারনেট ব্যবহার করার জন্য বিভিন্ন ধরণের ব্রাউজার ব্যবহার করে থাকি। সকল কাজেই এই সকল ব্রাউজার আমরা ব্যবহার করেরে থাকি। এই লেখাটি আপনি পড়ছেন কোনো না কোনো ব্রাউজার ব্যবহার করেই। কোনো কাজ করার সময় মাঝেমধ্যে ভুলবশত ব্রাউজারের ট্যাব ক্লোজ হয়ে যায়। এই লেখার মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট কি দিয়ে ক্লোজ করা সকল ট্যাব রিস্টোর করা যায়। আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই।
গুগল ক্রোম
প্রথমে খোলা ট্যাব বারে রাইট ক্লিক করতে হবে। তারপর Ctrl + Shift + T একসাথে চাপুন। ক্লোজ করা ট্যাবগুলো আবার চালু হয়ে যাবে।
বিদ্র: এটি শুধুমাত্র গুগল ক্রোমের জন্য।
ফায়ার ফক্স
এটিও গুগল ক্রোমের মত একই। প্রথমে খোলা ট্যাব বারে রাইট ক্লিক করতে হবে। তারপর কিছু অপশন আসবে সেখান থেকে Undo Close Tab option সিলেক্ট করুণ।
অপেরা ব্রাউজার
অপেরা ব্রাউজারে ক্লোজ ট্যাব পুনরায় চালু করা অনেক সহজ। অপেরা ব্রাউজার থেকে Ctrl + Shift + T একসাথে চাপুন। সকল ক্লোজ ট্যাব রিকভার হয়ে যাবে।
মাইক্রোসফট এডস
এই ব্রাউজারে ক্লোজ ট্যাব রিকভার করার জন্য প্রথমে রাইট ক্লিক করতে হবে। তারপর দেখতে পাবেন কিছু অপশন এসেছে এবং Reopen closed tab option সিলেক্ট করুণ। সকল ট্যাব রিকভার হয়ে যাবে।