নতুন ফিচারে ভাইবার
জনপ্রিয় মেসেজিং অ্যাপ ভাইবার নিয়ে এসেছে অনেকগুলো নতুন ফিচার। যে সকল নতুন ফিচার যোগ করা হয়েছে তা হলো পিন ম্যাসেজ, রিপ্লে ইন গ্রুপস ও ব্রডকাস্ট লিস্ট।
এইসকল নতুন ফিচারের ফলে ব্যবহারকারীরা পাবে অন্যরকম স্বাদ। পিন ম্যাসেজের মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজ পিন করে সবার উপরে রাখা যাবে। কোনো মেসেজ পিন করতে চাইলে সেই মেসেজটি কিছুক্ষণ ধরে রাখতে হবে এবং পিন অপশন দেখা যাবে।
ব্রডকাস্ট লিস্টের মাধ্যমে প্রাইভেটভাবে একই মেসেজ একাধিক ব্যক্তিকে পাঠানো যাবে। এর ফলে খুব সহজে ব্যবহারকারী বার্তা প্রেরণ করতে পারবে।
নতুন আপডেটে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করা হয়েছে এবং সকল বাগ ফিক্সড করা হয়েছে। নতুন আপডেট সকল ব্যবহারকারী পেয়েছেন। এখনই আপডেট নিয়ে উপভোগ করুণ ভাইবারের নতুন সকল ফিচার।