হুয়াওয়ে মেট ১০ প্রো তথ্য ফাঁস
চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের নতুন ফোনের তথ্য ফাঁস হয়ে গেছে। এর মডেল হুয়াওয়ে মেট ১০ প্রো। এটি ১৬ অক্টোবর বাজারে আসার কথা রয়েছে। কিন্তু এর আগেই ফাঁস হয়ে গেলো ফোনটির তথ্য। ইভান ব্লাস টুইটার এটির ছবি ফাঁস করে।
নতুন এই ফোনটিতে রয়েছে ৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এতে রয়েছে ৬জিবি র্যাম এবং ৬৪ জিবি এবং ১২৮ জিবি রোমে ফোনটি পাওয়া যাবে। নতুন ফোনটিতে আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সি কেন্দ্রীক কিরিন ৯৭০ প্রসেসর ব্যবহৃত হচ্ছে।
ছবি তোলার জন্য এতে ব্যবহার করা হয়েছে ১২ এবং ২০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা অনেক ভালো ছবি তুলতে পারবে।
দীর্ঘক্ষণ ব্যবহার করার জন্য এতে ব্যবহকার করা হয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। বাকি সব তথ্য ১৬ অক্টোবর জানা যাবে।