মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল রিকভার
আমরা প্রতিদিন কোনো না কোনো কাজে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে থাকি। এর মাধ্যমে আমরা অনেক কাজ করে থাকি। কিন্তু আমরা কাজ করার পর মাঝেমধ্যে ডকুমেন্ট সেইভ করার পরও সেই ডকুমেন্ট খুঁজে পাওয়া যায় না। অনেক দরকারী ডকুমেন্ট ভুলবশত ডিলিট হয়ে যেতে পারে। তখন আমাদেরকে বিপাকে পড়তে হয়। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খুব সহজে। চলুন জেনে নিই কিভাবে ডিলিট হওয়া ফাইল রিকভার করবেন।
১. প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে একটি খালি পেইজ খুলুন। তারপর File ট্যাবে ক্লিক করুণ।
২. এখন Save এ ক্লিক করুণ।
৩. এখন ফাইল প্যাথ দেখতে পারবেন। এইখানে সকল অটোসেইভ হওয়া ডকুমেন্ট দেখতে পারবেন। তারপর তা কপি করে নিন। তা এমনভাবে থাকবে – C:\Users\Bryan\AppData\Roaming\Microsoft\Word\
৪. ফাইল এক্সপোলার ওপেন করুণ এবং কপি করা ফাইল প্যাথ পেস্ট করুণ। তারপর এন্টার চাপুন।
৫. এখন আমরা লাস্ট সেইভ করা সকল ফাইল দেখতে পারবো। এরপর RESUME এ ক্লিক করুণ।
৬. ASD File এ রাইট ক্লিক করুণ এবং সিলেক্ট করুণ Open With।
তারপর Word সিলেক্ট করুণ।