৯৯৯ নম্বরে সকল নাগরিক সেবা
অন্যান্য দেশের মত আমাদের দেশে চালু হলো এক কলের মাধ্যমে সকল নাগরিক সেবা। ৯৯৯ নম্বরে কল করে এই সেবা পাওয়া যাবে। এই নম্বরে কল করে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশ সেবাসহ আরো অনেক সেবা পাওয়া যাবে। এর ফলে খুব সহজে এই সকল সেবা পাওয়া যাবে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সেবা চালুর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলছেন, দেশের যেকোনো নাগরিক ৯৯৯ নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস সেবা, পুলিশি সেবাসহ নিরাপত্তাজনিত বিভিন্ন সেবা পাবেন। পর্যায়ক্রমে এই সেবার পরিধি বাড়বে।
তিনি আরো বলেন, বিশ্বের উন্নত সব দেশেই একটি নির্দিষ্ট নম্বরে ফোন করে নাগরিকরা সব ধরনের সুবিধা পেয়ে থাকেন। এই পদ্ধতি চালু করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় বহুদিন ধরে কাজ করে আসছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
এই সেবা চালুর ফলে নাগরিক সেবা অনেক বেড়ে যাবে। ডাইরি খুঁজে নম্বর কষ্ট করে বের করতে হবে না। শুধুমাত্র ৯৯৯ এ ডায়াল করলেই হয়ে যাবে।