সোশ্যাল মিডিয়া

ফেসবুক’র হোয়াটসঅ্যাপ বিজনেস

১৯ ফেব্রুয়ারি,২০১৫ সালে ফেসবুক প্রায় ১৫০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ কিনে নেয়। যা জ্যান কউম ও ব্রায়ান এক্টন দ্বারা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়।

সম্প্রতি ব্যবসায়িক কাজের সুবিধার্থে ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’ নামে নতুন চ্যাটিং অ্যাপ উন্মোচন করেছে ফেসবুক। গুগল প্লে স্টোরে ইতোমধ্যেই স্থান পেয়েছে অ্যাপটি। আপাতত কিছু দলের মাধ্যমে অ্যাপটির পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ।

অ্যাপটির বর্ণনায় গুগল প্লে স্টোর এ বলা হয়,

“হোয়াটসঅ্যাপ বিজনেস-এর পরীক্ষামূলক অংশীদার হিসেবে আপনারা আগেই অনেক ফিচার ব্যবহার করতে পারছেন যা আমরা বানিয়েছি। পরীক্ষা করে আপনারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরুন যাতে আমরা পণ্যটি আরও উন্নত করতে পারি।”

নতুন অ্যাপে হোয়াটসঅ্যাপ-এর লোগো পরিবর্তন করা হয়েছে। লোগোর মধ্যে কলিং প্রতীকের পরিবর্তে ‘বি’ অক্ষর ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।

তথ্য সূত্র:- Gadgetsnow

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।