আইফোনসর্বশেষ টেক নিউজ

আইফোন’র ‘লিঙ্গ নিরপেক্ষ’ ইমোজি

অ্যাপল…বরাবরের মতই যা নতুন নতুন চমক নিয়ে হাজির হয়।

সম্প্রতি জানা যায়, নতুন নতুন ইমোজি এনে চমকে দেবে অ্যাপল। তাদের আইফোন এবং অন্যান্য প্রযুক্তি পণ্যের জন্য তৈরি করা ইমোজিগুলোর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। নারী-পুরুষের মুখগুলো আসলে নারী বা পুরুষের নয়। এগুলো লিঙ্গ নিরপেক্ষ মুখায়ব প্রকাশ করছে। এ ছাড়া আরো আনা হয়েছে নতুন প্রাণী, খাবার, রহস্যময় প্রাণী, পোশাক ইত্যাদির ইমোজি। খুব শিগগিরই এসব চলে আসবে বলে জানানো হয়।

গত সোমবার পাবলিক বেটা আইওএস ১১.১ ভিত্তিক অপারেটিং সিস্টেমের জন্য একসেট নতুন ইমোজি আসছে বলে জানা যায়। আর আইওএস ১১.১ অফিসিয়াল সংস্করণে আসবে অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের প্রথম দিকে।
স্তন্যপান, হিজাবি নারী এবং বমি করার মতো ইমোজিগুলো আসবে।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।