ওয়ানপ্লাসের নতুন ফোনের তথ্য ফাঁস
চাইনিজ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস বাজারে নিয়ে আসতে যাচ্ছে নতুন আরেকটি ফোন। প্রতিষ্ঠানটির নতুন ফোনের তথ্য অনলাইনে ফাঁস হয়ে গেছে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায় ফোনটির মডেল হতে পারে ওয়ানপ্লাস ফাইভ টি।
ফোনটিতে থাকতে পারে ৬ ইঞ্চি বেজেলহীন ইনফিনিটি ডিসপ্লে এবং এসপেক্ট রেশিও হবে ১৮:৯। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে চিরচেনা অ্যান্ড্রয়েডের কাস্টমাইজ অক্সিডেন ওএস। নতুন এই ফোনটির ব্যাটারি ৩ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার হতে পারে।
প্রতিষ্ঠানটির অন্য সব ডিভাইস থেকে এটি আলাদা হবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ফোনটি আইফোন টেন, স্যামসাং গ্যালাক্সি নোট ৮ কিংবা এলজি ভি৩০ ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর সঙ্গে টেক্কা দেবে।
ধারণা করা হচ্ছে এই মাসেই ওয়ানপ্লাস ফাইভ টি নিয়ে আসার ঘোষণা হতে পারে। গতবছর নভেম্বরে মাসে ওয়ানপ্লাস থ্রি টি বাজারে উন্মোচন করা হয়েছিলো।