শক্তিশালি সনি এক্সপেরিয়া এক্সজেড১
জাপানী ইলেক্ট্রনিক্স সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান সনি বাজারে নিয়ে এসেছে নতুন ফোন। ফোনটির মডেল হলো এক্সপেরিয়া এক্সজেড১।
ফোনটিতে রয়েছে ৫.২ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। এতে ৪ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। এর ইন্টারনাল মেমরি ৬৪ জিবি। যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে ১ দশমিক ৯ গিগাহার্টজের অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ সিপিইউ।
নতুন এই ফোনটিতে ছবি তোলার জন্য ১৯ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে ৮.০ ওরিও। এতে ২ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
প্রায়ই ১৫৫ গ্রাম ওজনের এই ফোনটির মূল্য হবে ৫৭ হাজার ৫৭৫ টাকা।