শপিং করুন ‘উইন্ডোজ স্টোর’ এ
মাইক্রোসফট কোম্পানি উইন্ডোজ-৮ এ ‘মাইক্রোসফট উইন্ডোজ স্টোর’ এর মাধ্যমে এপস এবং গেমস কেনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। ২০১৫ সালে উইন্ডোজ-১০ এর মাধ্যমে এপস এবং গেমস ছাড়াও গান, বই, মুভি এবং টিভি শো কেনারও সুযোগ তৈরি হয়। তাই আপনি চাইলে ‘মাইক্রোসফট উইন্ডোজ স্টোর’ এর মাধ্যমে এখন এই আইটেমগুলো কিনতে পারবেন অতি সহজে। যদি এখানের সবগুলো আইটেমই কিনতে চান তাহলে উইন্ডোজ-১০ ব্যবহার করতে হবে। কারণ উইন্ডজ-৮ এ শুধুমাত্র এপস এবং গেমস পাওয়া যায়। তবে বই কেনার জন্য আপনাকে উইন্ডোজ-১০ এ ‘ক্রিয়েটর আপডেট’ ইন্সটল করে নিতে হবে।
‘ক্রিয়েটর আপডেট’ ইন্সটলঃ
আপনার উইন্ডোজ-১০ এ ক্রিয়েটর আপডেট ইন্সটল করা আছে কিনা তা জানতে ‘স্টার্ট মেনু’তে রাইট ক্লিক করুন। যদি ‘সেটিংস’ অপশন দেখতে পান তাহলে বুঝবেন আপনার উইন্ডোজে ‘ক্রিয়েটর আপডেট’ ইন্সটল করা আছে। আর যদি ‘কন্ট্রোল প্যানেল’ অপশন দেখতে পান তাহলে বুঝবেন আপনার উইন্ডোজে ‘ক্রিয়েটর আপডেট’ ইন্সটল করা নেই। সেক্ষেত্রে ‘সেটিংস’ অপশনে যেয়ে ‘উইন্ডোজ আপডেট’ অপশনে যেয়ে ‘ক্রিয়েটর আপডেট’ ইন্সটল করে নিন।
এবার আসুন আপনি ‘উইন্ডোজ স্টোর’ এ প্রবেশ করে কীভাবে শপিং করবেন তা নিয়ে আলোচনা করা যাক।
‘উইন্ডোজ স্টোর’ এ প্রবেশ করার উপায়ঃ
১. ‘স্টার্ট মেনু’তে যেয়ে নিচের দিকে স্ক্রল করে ‘স্টোর’ আইকনে ক্লিক করুন। ‘উইন্ডোজ স্টোর’ ওপেন হবে।
২. এর ওপরের দিকে বিভিন্ন ক্যাটাগরি যেমন- এপস, গেমস, মুভিজ এন্ড টিভি এবং বুকস অপশন দেখা যাবে। এটিই হল হোম পেইজ। যাতে বিভিন্ন প্রোমোশনাল ভিডিও এবং হাইলাইটসগুলো দেখা যায়।
৩. পেইজের নিচের দিকে গেলে আপনি প্রতিদিনের আপডেট, বিশেষ প্যাক এবং জনপ্রিয় আইটেমগুলো দেখতে পাবেন। এবার নিজের ইচ্ছামতো যা খুশি কিনে নিন এখান থেকে।
নিচে প্রতিটি আইটেম সম্পর্কে ধারণা দেয়া হলঃ
এপসঃ
১. ‘এপস’ ক্যাটাগরিতে ক্লিক করুন।
২. সর্বাধিক প্রচলিত ও জনপ্রিয় এপসগুলো আপনার সামনে আসবে।
৩. নিচের দিকে স্ক্রল করে টপ এপস, ফিচারড এপস, টপ পেইড এপস, টপ ফ্রি এপস ছাড়াও অন্যান্য এপসের লিস্ট দেখতে পাবেন।
৪. সম্পূর্ণ লিস্ট পেতে ‘শো অল’ বাটনে ক্লিক করুন। ওই টাইপের সব আইটেম দেখতে পাবেন।
৫. এবার লেফট অ্যারোতে ক্লিক করে আগের পেইজে যান। এই পেইজের একদম নিচের দিকে আপনি সব ধরণের এপস ক্যাটাগরি দেখতে পাবেন। আপনার পছন্দ মতো যেকোনো ক্যাটাগরিতে প্রবেশ করুন।
৬. সেখানে উপরের দিকে ৩টি হেডলাইন পাবেন ‘চার্ট’, ‘টাইপ’ ও ‘ক্যাটাগরি’ নামে যা নিজের ইচ্ছামতো পরিবর্তন করে আপনি এপস লিস্টও পরিবর্তন করতে পারেন।
৭. এবার আপনি আপনার পছন্দের এপটিতে ক্লিক করুন।
৮. ‘গেট’ বাটনে ক্লিক করলে এপটি আপনার কম্পিউটারে ইন্সটল হবে।
৯. তবে এটি যদি পেইড এপ হয় তাহলে আপনাকে মাইক্রোসফট অ্যাকাউন্টে প্রবেশ করতে বলবে।
১০. তারপর সেখান থেকে ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কিংবা পেপাল কিংবা মোবাইল ফোন কিংবা গিফট কার্ডের মাধ্যমে এপটি ক্রয় করে নিতে হবে।
গেমসঃ
১. ‘গেমস’ ক্যাটাগরিতে ক্লিক করুন।
২. সর্বাধিক প্রচলিত ও জনপ্রিয় গেমসগুলো আপনার সামনে আসবে।
৩. নিচের দিকে স্ক্রল করে টপ গেমস, ফিচারড গেমস, টপ পেইড গেমস, টপ ফ্রি গেমস ছাড়াও অন্যান্য গেমসের লিস্টও দেখতে পাবেন।
৪. পেইজের একদম নিচের দিকে আপনি সব ধরণের গেমস ক্যাটাগরি দেখতে পাবেন। আপনার পছন্দ মতো যেকোনো ক্যাটাগরিতে প্রবেশ করুন।
৫. এবার আপনি আপনার পছন্দের গেমটিতে ক্লিক করুন।
৬. যদি ‘ইন্সটল’ অপশন দেখতে পান তাহলে বুঝবেন যে গেমটি ফ্রি। সেক্ষেত্রে ‘ইন্সটল’ বাটন চেপে ইন্সটল করুন।
৭. অথবা যদি ‘বায়’ বাটন থাকে সেই সাথে ‘প্রাইজ ট্যাগ’ দেয়া থাকে, সেক্ষেত্রে পূর্বের নিয়মে গেমসটি কিনে নিতে হবে মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে।
মিউজিকঃ
১. ‘মিউজিক’ ক্যাটাগরিতে ক্লিক করুন।
২. সেরা আর্টিস্টের গান এবং অ্যালবামগুলো আপনার সামনে আসবে।
৩. নিচের দিকে স্ক্রল করে টপ অ্যালবাম, ফিচারড অ্যালবাম ছাড়াও অন্যান্য অ্যালবামের লিস্টও দেখতে পাবেন।
৪. পেইজের একদম নিচের দিকে আপনি সব ধরণের গানের জনরা দেখতে পাবেন। আপনার পছন্দ মতো যেকোনো জনরাতে প্রবেশ করুন।
৫. এবার আপনি আপনার পছন্দের গান কিংবা অ্যালবামটিতে ক্লিক করুন।
৬. ‘প্রাইজ ট্যাগ’ এ ক্লিক করে গান বা অ্যালবামটি কিনে ফেলুন।
৭. ‘গ্রুভ’ মিউজিক এপ এ এই গানগুলো আপনি শুনতে পারবেন।
মুভি ও টিভি শোঃ
১. ‘মুভিজ এন্ড টিভি’ ক্যাটাগরিতে ক্লিক করুন।
২. সেরা মুভি ও টিভি শোগুলো আপনার সামনে আসবে।
৩. নিচের দিকে স্ক্রল করে নিউ মুভিজ, ফিচারড মুভিজ, নিউ টিভি শো, টপ সেলিং টিভি শো, ফিচারড টিভি শো সহ অন্যান্য লিস্টগুলোও দেখতে পাবেন।
৪. পেইজের একদম নিচের দিকে আপনি সব ধরণের মুভির জনরা দেখতে পাবেন। আপনার পছন্দ মতো যেকোনো জনরাতে প্রবেশ করুন।
৫. এবার আপনি আপনার পছন্দের মুভি কিংবা টিভি শোটিতে ক্লিক করুন।
৬. ‘প্রাইজ ট্যাগ’ এ ক্লিক করে মুভি কিংবা টিভি শোটিতে কিনে ফেলুন।
৭. মুভি ও টিভি এপ এর মাধ্যমে আপনি এখন আপনার পছন্দের মুভি কিংবা টিভি শোটি দেখতে পারবেন।
বইঃ
১. ‘বুকস’ ক্যাটাগরিতে ক্লিক করুন। (মনে রাখবেন শুধুমাত্র উইন্ডোজ-১০ এ এই সুযোগ পাবেন আপনি)
২. সেরা লেখকের বিখ্যাত বইগুলো আপনার সামনে আসবে।
৩. নিচের দিকে স্ক্রল করে নিউ বুকস, নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার সহ অন্যান্য বইয়ের লিস্টগুলোও দেখতে পাবেন।
৪. পেইজের একদম নিচের দিকে আপনি সব ধরণের বইয়ের ক্যাটাগরি দেখতে পাবেন। আপনার পছন্দ মতো যেকোনো ক্যাটাগরিতে প্রবেশ করুন।
৫. এবার আপনি আপনার পছন্দের বইয়ের টাইটেলে ক্লিক করুন।
৬. ‘প্রাইজ ট্যাগ’ এ ক্লিক করে বইটি কিনে ফেলুন।
৭. ‘মাইক্রোসফট এজ’ এর মাধ্যমে আপনি এখন আপনার পছন্দের বইটি পড়তে পারবেন।
যেকোনো নির্দিষ্ট আইটেমঃ
১. যদি আপনি নির্দিষ্ট কোন আইটেম যেমন- এপ, গেম, মুভি, টিভি শো,বই ইন্সটল করতে চান যার নাম আপনার জানা, সেক্ষেত্রে সার্চ বক্সে তার নাম লিখে সার্চ করুন।
২. ওই নামের সাথে সম্পর্কযুক্ত সব ধরণের আইটেমের লিস্ট আপনার সামনে আসবে।
৩. আপনার পছন্দের আইটেমটিকে খুঁজে তাতে সিলেক্ট করে পূর্বের নিয়মে ইন্সটল করুন।
৪. যদি সার্চের পর অনেক ধরণের আইটেম আপনার সামনে আসে আর আপনার পছন্দের আইটেমটি খুঁজতে অসুবিধা হয়, সেক্ষেত্রে উপরের ক্যাটাগরি অপশন থেকে ‘টাইপ’ ‘জনরা’ প্রভৃতি অপশন পরিবর্তন করে রিফ্রেস করলে আইটেম সংখ্যা কমে আসবে।