সর্বশেষ টেক নিউজসোশ্যাল মিডিয়া

ফেসবুক’র হটাৎ পতন

হঠাৎ করেই লোডিং নিতে নিতে সমগ্র বিশ্বের কোটি কোটি মানুষের প্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে এই সাইটটিতে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা।

ফেসবুক'র হটাৎ পতন 2
যারাই এই সাইট এ সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিল,ফাঁকা ফেজ টাই বার বার দেখাচ্ছিল। এমনকি কোন লোডিং ও নিচ্ছিল না।

ফেসবুক'র হটাৎ পতন 3

এটা সত্যিই অবাক করে যে, সমগ্র বিশ্বে যে সাইট এ কোটি কোটি মানুষ এক যোগে থাকে, সেই সাইট এর এমন হটাৎ পতন হওয়া। বাংলাদেশ ছাড়াও সারবিশ্বের অনেক দেশের মানুষ জনপ্রিয় এই সাইটটিতে ঢুকতে পারছেন না।

ফেসবুক'র হটাৎ পতন 4

তবে আশা করা যাচ্ছে, অল্প সময়ের মধ্যেই সমস্যার সমধান এর মাধ্যমে ফেসবুক আবার আগের মতোই হয়ে যাবে।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।