ইন্টারনেটটিপস/ট্রিক্স

ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড পরিবর্তন

ইন্টারনেট এর যুগে একাধিক স্মার্ট ডিভাইসে বাসায় বা অফিসে কিংবা কফি শপে ওয়াইফাই রাউটার ব্যবহার করেন অধিকাংশই। ওয়াইফাই রাউটার‘র পাসওয়ার্ড পরিবর্তন কিভাবে করবেন তা হয়তো অনেকেই জানেন না। তাও আপনাদের কাজের সুবিধার জন্য এখানে টিপি লিঙ্ক রাউটারের ওয়াইফাই পাসয়ার্ড পরিবর্তনের নিয়ম দেয়া হলঃ

ভিডিও টিউটোরিয়াল রাউটার পাসওয়ার্ড পরিবর্তন

আরো দেখতে পারেনঃ

১. কম্পিউটারে ইন্টারনেট সংযোগ আছে কিনা তা পরীক্ষা করুন। রাউটার পেইজে প্রবেশ করার জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন। রাউটারের মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিন।

ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড পরিবর্তন 1

২. আপনার পছন্দ মতো যেকোনো ওয়েব ব্রাউজারে প্রবেশ করুন।

ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড পরিবর্তন 2

৩. এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে

192.168.0.1

বা

192.168.1.1

লিখুন যেটা আপনার রাউটারের বেলায় কাজ করে।

কারণ রাউটারভেদে আইপি অ্যাড্রেস ভিন্ন হয়। অথবা সরাসরি

http://tplinklogin.net

লিখুন। এন্টার চাপুন।

ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড পরিবর্তন 3

৪. একটি ইউজার নেইম এবং পাসওয়ার্ড চাবে।

ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড পরিবর্তন 4

৫. আপনি যদি আগে কখনো ইউজার নেইম এবং পাসওয়ার্ড পরিবর্তন করে না থাকেন, সেক্ষেত্রে এর ইউজার নেইম এবং পাসওয়ার্ড হবে ।(যদি আপনি আগে থেকে পরিবর্তন করে থাকেন এবং তা ভুলে যান সেক্ষেত্রে আপনার রাউটারটি রিসেট করে নিন)

আরো দেখতে পারেনঃ

৬. এবার ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিলে একটি পেইজ আসবে যার বামদিকে ‘ওয়্যারলেস’ অপশনে যান।

ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড পরিবর্তন 5

৭. সেখান থেকে ‘ওয়্যারলেস সিকিউরিটি’ অপশনে যান।

ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড পরিবর্তন 6

৮. ওই পেইজের নিচের দিকে WPA-PSK/ WPA2-PSK নামক একটি বক্স আসবে।

ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড পরিবর্তন 7

৯. ওই বক্সের অধীনে যে পাসওয়ার্ড ফিল্ডটি আছে তাতে নতুন পাসয়ার্ডটি লিখুন।

ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড পরিবর্তন 8

১০. নিচের ‘সেইভ’ বাটনে ক্লিক করে নতুন পাসয়ার্ডটি সংরক্ষণ করুন। নতুন পাসয়ার্ড সংরক্ষিত হলে কম্পিউটার ‘রিবুট’ করতে হবে পাসয়ার্ডটি স্থায়ী করার জন্য।

ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড পরিবর্তন 9

১১. আপনার কাছে অটোমেটিক কোন ‘রিবুট’ অপশন আসবে। সেখান থেকে রিবুট করুন।

ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড পরিবর্তন 10

১২. আর যদি না আসে তাহলে ‘সিস্টেম টুলস’ অপশনে যান।

ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড পরিবর্তন 11

১৩. সেখান থেকে ‘রিবুট’ অপশনে গিয়ে রিবুট করুন।

ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড পরিবর্তন 12

১৪. তারপর কম্পিউটার চালু হলে নতুন ওয়াইফাই পাসয়ার্ডটি কার্যকর হবে।

One thought on “ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড পরিবর্তন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।