মোবাইল-ম্যানিয়া

নুবিয়া উন্মুক্ত করেছে জেড ১৭ মিনিএস

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নুবিয়া বাজারে নিয়ে এসেছে নতুন ফোন। এর মডেল হলো জেড১৭ মিনিএস। 

নতুন এই ফোনটিতে রয়েছে ৫.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। এতে ব্যবহার করা হয়েছে ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম। অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ছবি তোলার জন্য ১৩ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের এবং ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যবহারকারীর সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফোনটিতে ৩ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোরজি, ভিওএলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ সি সমর্থন করে।

নতুন এই ফোনটি ১৯ অক্টোবর থেকে বিক্রি শুরু হবে। ব্লাক গোল্ড এবং ডিপ ব্লু রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে। ফোনটির দাম হবে ২৫ হাজার টাকা।

 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।