জোভাগো গুটাচ্ছে ডিসেম্বরেই
দেশে ফিনানশিয়াল ফ্লোর অভাবে কেউ কেউ আগাতে পারেনা। আবার পর্যাপ্ত ফ্লো থাকার পর ও একের পর এক স্টার্টআপ গুটাচ্ছে ডিজিটাল বাংলাদেশে। সেই গুটানোর পথেই আছে অনলাইন হোটেল বুকিং জোন জোভাগো।
জোভাগো’র যাত্রা শুরু নভেম্বর ৩০ ২০১৫ সনে, যা কিনা রকেট ইন্টারনেট দ্বারা ফিনান্স করা হয়েছিল। জোভাগো কান্ট্রি ম্যানেজার অবশ্য টেকপোর্টালকে জানান যে, ব্যবসা গুটানোর সিদ্ধান্ত এখনো চুড়ান্ত না হলেও কর্মকর্তাদের বৈঠকে এটি চুড়ান্ত হবে।
খবর আছে সেই সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর ই হবে সেই ডেডলাইন।
লামুডি, ফুডপান্ডা, কারমুডি, কায়মু, দারাজ, এভারজবস ও জোভাগোসহ সর্বমোট ৭টি ভেঞ্চার শুরু করে ইকমার্স ব্যবসা প্রতিষ্ঠান রকেট ইন্টারনেট। পরে অবশ্য কেয়মু এক হয়ে যায় দারাজ এর সাথে।
জোভাগোর সাইট বর্তমানে সচল থাকলে বুকিং বন্ধ আছে, তবে স্বয়ংসম্পূর্ন তথ্য নেই, যা আগে এভেইলেবল থাকতো, যেমন পর্যটন এলাকার হোটেল লিষ্ট। বন্ধ আছে কাস্টমার কেয়ার এর নাম্বার ও।
মূলত কার্যক্রম সচল থাকা অবস্থায় ঢাকা, কক্সবাজার, সিলেট ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ১০০০ এরো বেশি হোটেল বুকিং সহ নানান সুবিধা পাওয়া যেত।