‘ইসেট’ এর নতুন ‘ক্রোম ক্লিনআপ’
বিশ্বের প্রথম সারির সাইবার নিরাপত্তা কোম্পানি ‘ইসেট’ (ESET), গত ১৬ অক্টোবর ২০১৭ তারিখ ‘গুগল ক্রোম’ এর জন্য ‘ক্রোম ক্লিনআপ’ নামে নতুন একটি স্ক্যানার উদ্ভাবন করেছে। যার ফলে এখন থেকে গুগল ক্রোম ব্যবহার করে নিরাপদে ওয়েব ব্রাউজিং করা যাবে।
আজকাল সাইবার অপরাধ অনেক বেড়ে গেছে। ওয়েব ব্রাউজিং এর সময় ব্যবহারকারীরা যেকোনো মুহুর্তে ক্ষতিকর ওয়েবসাইটে চলে যেতে পারে। যেখান থেকে ম্যালিশাস সফটওয়্যার তাদের ডিভাইসে ঢুকে যেতে পারে।
‘ক্রোম ক্লিনআপ’ গুগল ক্রোম ব্যবহারকারীকে অনিরাপদ সফটওয়্যার বা ওয়েবসাইট সনাক্ত করে এ ব্যাপারে সতর্ক করে দিবে। এমনকি ওই সফটওয়্যারটি মুছে দেওয়ারও ব্যবস্থা করে দিবে। এই ক্লিনআপটি নিরবে কাজ করবে এবং ব্যবহারকারীর স্বাভাবিক কাজে কোন প্রকার বাঁধা প্রদান করবে না।
‘ইসেট’ এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা জুরাজ ম্যালকো এ বিষয়ে বলেন,
“তিন দশক ধরে ইসেট ইন্টারনেট ব্যবহারকারীদের নিরাপত্তা দিয়ে আসছে। যাতে তারা সাইবার আক্রমণ প্রতিরোধ করে নিরাপদে প্রযুক্তির রাজ্যে বিচরণ করতে পারে। ক্রোম ক্লিনআপও তেমনি ক্ষতিকর সফটওয়্যার সনাক্ত করে ও তা দূর করে ব্যবহারকারীকে ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা প্রদান করবে।“
‘ক্রোম ক্লিনআপ’ শুধুমাত্র গুগল ক্রোম এর সর্বশেষ উইন্ডোজ ভার্সনে ব্যবহার করা যাবে।