মোবাইল-ম্যানিয়া

আইফোন ৮ ও ৮ প্লাস নিয়ে গ্রামীণফোন

অ্যাপল ১২ সেপ্টেম্বর ২০১৭ তে এক প্রেস ইভেন্টের মাধ্যমে আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল। অ্যাপল জানিয়েছিল তাদের এই দুটি ফোন বাজারে আসবে সেপ্টেম্বরের ২২ তারিখে।

তবে বাংলাদেশে আগামী ২ নভেম্বর থেকে বাজারে আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস আনছে গ্রামীণফোন। আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) থেকে গ্রাহকরা গ্রামীণফোন সেন্টার এবং গ্রামীণফোন ওয়বেসাইট এর মাধ্যমে এই ফোনগুলো প্রি- অর্ডার করতে পারবেন।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।