সাময়িক স্লো ইন্টারনেট
আগামী সপ্তাহে ইন্টারনেট ব্যবহারে সাময়িক অসুবিধা হতে পারে। প্রথম সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ চলায় ইন্টারনেটের এ ধীরগতি থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্যাবল মেরামত ও সংস্কার কাজের জন্য তিন দিন বন্ধ থাকবে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪)। ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে আগামী ২২ অক্টোবর কাজ শুরু হয়ে চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠানগুলোর দাবি ওই সময় ব্যান্ডউইথের ঘাটতি থাকবে ২০০ জিবিপিএসেরও বেশি। ফলে ওই সময় দেশে ভয়াবহ ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা দেখছেন ইন্টারনেট সেবাদাতারা। একই সাথে ওই সময় দেশের ইন্টারনেটে ধীর গতি হতে পারে বলে ধারণা করছেন খাত সংশ্লিষ্টরা।
তথ্য সূত্রঃ- দিগন্ত ডেস্ক