হার্ডওয়্যার

ফ্যান ছাড়া কাবি লেক মিনি পিসি এমএসআই’র

কিউবি(কুবি) ৩ সাইলেন্ট এ কোন ফ্যান ব্যবহার হয় নি, অর্থাৎ শব্দহীন ও পাওয়ার অপচয় না করেই মাত্র ১৫ ওয়াট এ কাবি লেক মোবাইল প্রসেসর চলবে।

গতকাল যেকোন কারনে এম এস আই এর সাথে দ্বন্ধ কিংবা অন্য কোন কারনে লাইভ ভিডিও তে এসে নতুন ঘরনা এই মিনি ডেস্কটপ পিসির কথা প্রকাশ করেছেন, বিস্তারিত ভাবেই। আমরাও লিকটিকে অবহেলা করছিনা 🙂

মনে হচ্ছে ইনটেল এর ৭ম প্রজন্মের কাবি লেক প্রসেসর এর সহায়তায় এমএসআই নীরব ডেস্কটপ পিসিটি তৈরী করছে।

ফ্যানলেচ টেক এ প্রকাশিত ভিডিওতে দেখানো হয়েছে, কালো ও সিলভার কালারের ২টি কুবি ৩ সাইলেন্ট সিরিজের মিনি পিসি। এগুলো কাবি লেক ইউ মোবাইল প্রসেসর সিরি যাতে এলুমিনিয়াম এর হিটসিঙ্ক কুলিং সিস্টেম ব্যবহৃত হয়েছে চিপকে ঠান্ডা করতে। তাই ফ্যান এর ও প্রয়োজন পড়ছেনা।

কুবি ৩ সাইলেন্ট ডেস্কটপ পিসির ভিডিও ডেমোঃ

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।