প্রযুক্তির-বিস্ময়সর্বশেষ টেক নিউজ

ম্যালেরিয়া নির্নয় হবে স্মার্টফোনে

এই তো কিছু দিন পূর্বেই জানা যায়, স্মার্টফোন এর মাধ্যমে ‘এইচআইভি’ ভাইরাস সনাক্ত করা যাবে। এর পর আরো এক চমক নিয়ে আসে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কোম্পানি এলজি,মোবাইল ফোন এর মাধ্যমে মশা তাড়ানো যাবে।

সম্প্রতি জানা যায়,পকেটের স্মার্ট ফোনেই এবার ধরা দেবে ম্যালেরিয়া। কাঁপুনির জন্য কী ওষুধ লাগবে সেটা জানা যাবে একটা ক্লিকেই।

“ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট” আর “ইন্ডিয়ান ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সের” যৌথ গবেষণায় তৈরি হয়েছে এই অ্যাপ। এই ক্ষেত্রে সাহায্য করেছে “স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়”। তারাই ধার দিয়েছে ফোল্ড স্কোপ।

জানা গেছে, ফোল্ড স্কোপ আসলে একটি স্টিকারের মতো। আইইএম এর গবেষক “নীলাঞ্জনা দত্ত রায়” জানিয়েছেন, এই স্টিকারটি হচ্ছে একটি পোর্টেবল মাইক্রোস্কোপ। অত্যন্ত হালকা এই স্টিকার সহজেই ব্যবহার করা যায়।

মোবাইলের ক্যামেরার পিছনে লাগিয়ে দিতে হবে এই স্টিকার। তারপর মোবাইল ক্যামেরায় এক ফোঁটা রক্তের ছবি তুললেই মিলবে ফলাফল। এভাবেই জানা যাবে ম্যালেরিয়া আছে কি নেই……

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।