ডাইনলোড ছাড়াই প্লে স্টোর অ্যাপ ব্যবহার
সার্চ জায়েন্ট গুগল প্লে স্টোরে চালু করেছে ডাইনলোড না করেই বিভিন্ন অ্যাপ ব্যবহার করার সুবিধা। গুগল প্লে স্টোরে কিছু ইনস্ট্যান্ট অ্যাপ যুক্ত করেছে। ওই সকল অ্যাপ ডাইনলোড ছাড়াই ব্যবহার করা যাবে।
যে সকল অ্যাপে ইন্সটলের পাশে ট্রাই ইট নাও বাটন থাকবে সেগুলো ডাইনলোড না করেই ব্যবহার করা যাবে। ডাইনলোড না করেই অ্যাপটি যাচাই করে পরে অ্যাপটি ডাইনলোড করতে পারবে ব্যবহারকারীরা।
ইনস্ট্যান্ট অ্যাপ সুবিধা চালুর ফলে ইন্টারনেট ডাটা খরচ করতে হবে না এবং ফোনের স্টোরেজ নষ্ট হবে না। কিছু সংখ্যক অ্যাপে এই সুবিধা বর্তমানে পাওয়া যাচ্ছে। এর ফলে আশা করি আমরা অনেক উপকৃত হবো।